পরিত্যক্ত প্রাসাদে ঘুরে বেড়াচ্ছে অশরীরি! হাওড়া কলাবাগানের গাছে দোল খাচ্ছে ভুতের ছানা?
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:RAKESH MAITY
Last Updated:
এই মণ্ডপে প্রবেশ করতেই ভয়ে ঠক ঠক করে কাঁপছে ছেলে বুড়ো, ভয় থাকলেও আগ্রহ কম নয় মানুষের
হাওড়া, রাকেশ মাইতি: হাওড়ার এই মণ্ডপে প্রবেশ করতে ভয়ে কাঁপছে ছেলে বুড়ো! ভূত চতুর্দশীতে শক্তির দেবী মা কালীর আরাধনা হয় বাংলা জুড়ে। নিষ্ঠা ভক্তি ভরে মাতৃ আরাধনার পাশাপাশি বারোয়ারি পুজো মণ্ডপ গুলিতে নানা থিমের মণ্ডপ সাজ। সেই মত, এবার হাওড়া কলাবাগান বট তলা শিবমন্দির কমিটির পুজো মণ্ডপ আরও আকর্ষণীয়। এবারের ভাবনা ‘ দশ মহাবিদ্যা ‘ ও ভূত।
দশ মহাবিদ্যা’য় মণ্ডপে কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী এবং কমলা কালীর বিভিন্ন রূপ ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে সেই সঙ্গে নানা ভূত। দর্শণার্থীদের এই মণ্ডপ মুখী হবার অন্যতম আকর্ষণ জ্যান্ত ভুত।
advertisement
advertisement
পুজো মণ্ডপে প্রবেশ করলেই গা ছমছমে অনুভুতি। মণ্ডপে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়বে অন্ধকারাচ্ছন্ন পরিত্যক্ত একটি প্রাসাদ। অন্ধকারাচ্ছন্ন প্রাসাদ সামনের দিকে তাকালে নজর আটকে যাচ্ছে মাকড়সার জাল এবং ঝুলন্ত শিকড়ে। পরিতক্ত প্রাসাদ যেন ভুতের আখড়া। প্রাসাদের মধ্যে প্রবেশ করলেই এদিক – ওদিক থেকে বেরিয়ে আসছে জ্যান্ত ভূত, যা ছোটদের পাশাপাশি বড়দেরও ক্ষণিকের জন্য ভয় ধরাচ্ছে। প্রাসাদের সাম্যের অংশ পার করে, আরও একটু এগিয়ে গেলে দেখা যাবে পৌরাণিক মতে কালীর নানা রূপ দেয়ালের বিভিন্ন অংশে। এরপর কিছুটা এগিয়ে গেলে প্রাসাদের শেষ প্রান্তে একটি বিশাল শিবলিঙ্গ।
advertisement
আর একটু সামনের দিকে এগিয়ে গেলেই চোখে পড়বে পরিত্যক্ত একটি কুয়ো। সেই কুয়োর কপি কলের দন্ডে শুকনো গাছের কঙ্কালের সঙ্গে জড়িয়ে রয়েছে মানবদেহের কঙ্কাল। ঠিক তার পিছনে খড়ের চালায় মা কালীর মূর্তি। প্রতিমা মণ্ডপ খড়ের চালার চতুর্দিক বিভিন্ন মডেল দিয়ে সাজানো হয়েছে। কোথাও দেখা যাচ্ছে ভুতে দোল খাচ্ছে, কোথাও আবার অন্তিম যাত্রা অর্থাৎ মানব দেহের মৃত্যুর পর শেষকৃত্য সম্পন্ন মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
advertisement
আলোক ঝলমল শহরের মধ্যে অন্ধকারাচ্ছন্ন ভুতুড়ে একটা প্রাসদের রূপ দেওয়া হয়েছে মণ্ডপকে। শিশুরা প্রথমে এই মণ্ডপ দর্শনে ভূতের ভয়ে কাবু হলেও পরে বাবা-মায়ের হাত ধরে ভূত দর্শন করছে উৎসাহের সঙ্গে। শিশুদের সঙ্গে বড়রাও শৈশবকে উপভোগ করছেন এখানে।
এ প্রসঙ্গে বটতলা কলাবাগান শিব মন্দির কমিটির সভাপতি প্রীতম দাস জানান, এই মণ্ডপ সজ্জা গত প্রায় ৩ মাস যাবত। শিশুদের আকর্ষণের পাশাপাশি পৌরাণিক কাহিনী তুলেধরে বড়দের আকৃষ্ট করা’র চেষ্টা। এবারের মন্ডপ সজ্জা আরো বেশি শহরবাসীকে আকৃষ্ট করেছে। পুজোর আগের দিন থেকেই রীতিমত দর্শনার্থীর ঢল নেমেছে। অল্প বাজেটের মধ্যে বটতলা শিব মন্দির কমিটির সদস্যদের অক্লান্ত পরিশ্রমে এবারের পঞ্চম বর্ষে আরও আকর্ষণীয় মণ্ডপ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Haora (Howrah),Haora,West Bengal
First Published :
October 21, 2025 10:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পরিত্যক্ত প্রাসাদে ঘুরে বেড়াচ্ছে অশরীরি! হাওড়া কলাবাগানের গাছে দোল খাচ্ছে ভুতের ছানা?