আরও পড়ুন: ইঁদুরের ফাঁদে পড়ে প্রাণ হারাচ্ছে মানুষ! এই বিপদের কথা জানলে চলাফেরায় আপনিও সতর্ক হবেন
নিজের চেষ্টাতে আরও প্রত্নবস্ত জোগাড় করেছেন তিনি। তবুও রক্ষণাবেক্ষণের অভাবে প্রত্নবস্তুগুলিতে জমেছে ধুলো। ভেঙে পড়ছে টালির চাল। ত্রিপল দিয়ে কোনোও রকমে ঢেকে রাখা হয়েছে, টিমটিম করে জ্বলা সুন্দরবনের সুপ্রাচীন ইতিহাস সম্বলিত একটি মিউজিয়ামকে।কোথায় এই মিউজিয়াম তা জানতে আপনাকে আসতে হবে রায়দিঘির খাড়িতে। শিয়ালদহ দক্ষিণ শাখার নামখানা অথবা লক্ষীকান্তপুর লোকালে চেপে নামতে হবে মথুরাপুরে। সেখান থেকে শ্রীমতি মোড়ে নেমে গ্রামের পথ ধরে খাড়ি।
advertisement
আরও পড়ুন: লাইন দেওয়ার দিন শেষ ডায়মন্ডহারবার হাসপাতালে বসেছে কিউআর কোড
এই খাড়ি ছত্রভোগ সংগ্রহশালায় রয়েছে ফসিলস, পাল ও সেন যুগের মূর্তি, প্রাগোতৈহাসিক জীবের হাড়। ১০ থেকে ১২ হাজার বছর আগের পাথর, শিলালিপি। নব্যপ্রস্তর যুগের হাতিয়ার, একাধিক দামী পাথর সহ আরও অন্যান্য বস্তু। এ নিয়ে, আক্ষেপের সুরে পঙ্কজ নস্কর জানিয়েছেন, এই মিউজিয়াম সুন্দরবন এলাকার ইতিহাসের দলিল। সরকারি অর্থ সাহায্যে যদি মিউজিয়ামটিকে রক্ষণাবেক্ষণ করা যায়, তাহলে সুন্দরবন এলাকার মানুষ তাদের নিজেদের এলাকায় একটি সুন্দর মিউজিয়াম দেখতে পাবে। তবে মিউজিয়ামের বর্তমান অবস্থা নিয়ে কিছুটা হতাশ তিনি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
মিউজিয়ামের ভাঙাচোরা দশার হাল কবে ফিরবে সেই উত্তর নেই কারও কাছেই। তবে এই মিউজিয়াম ধ্বংস হওয়ার আগে বিনামূল্যে আপনিও দেখে আসতে পারেন এই সংগ্রহশালা।
নবাব মল্লিক