South 24 Parganas News: লাইন দেওয়ার দিন শেষ ডায়মন্ডহারবার হাসপাতালে বসেছে কিউআর কোড
- Published by:sipra roy
- hyperlocal
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
দিন বদলাচ্ছে দ্রুত। আর এই বদলে যাওয়া পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে ডায়মন্ডহারবার গভ: মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বেশ কয়েকবছর ধরে পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে দ্রত।
ডায়মন্ডহারবার: দিন বদলাচ্ছে দ্রুত। আর এই বদলে যাওয়া পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে ডায়মন্ডহারবার গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বেশ কয়েকবছর ধরে পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে দ্রত। তারই অঙ্গ হিসাবে এবার ডায়মন্ডহারবার গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বসানো হয়েছে কিউআর কোড। হাসপাতালে আসা বিপুল সংখ্যক রোগীকে যাতে লাইন দিয়ে আউটডোরের টিকিট কাটতে না হয় তার জন্য এই ব্যবস্থা।
নতুন এই ব্যবস্থার সুবিধা নিতে হলে আপনাকে অবশ্যই স্মার্টফোন থাকতে হবে। এরপর সেখান থেকে গুগল সার্চবারে যেতে হবে। সেখান থেকে ক্যামেরা অপশান চালু করে স্কান করতে হবে। এরপর একটি নির্দিষ্ট পেজ ওপেন হবে। এরপর সমস্ত তথ্য সঠিকভাবে পূরন করে সাবমিট মারলে একটি টোকেন নম্বর বের হবে। সেটি দেখিয়ে চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে আউটডোর থেকে। আউটডোরে থাকা একাধিক চিকিৎসকের তথ্য মিলবে সেখান থেকে। নতুন এই ব্যবস্থা চালু হওয়ায় খুশি সকলেই।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই কিউ আর কোড দিয়ে ইতিমধ্যে টিকিট কাটতে পারছেন রোগীর আত্মীয় পরিজনরা। আগামীদিনে আরও অনেকে এই পরিষেবা ব্যবহার করবেন বলে আশাবাদী অনেকেই।
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
February 27, 2024 5:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: লাইন দেওয়ার দিন শেষ ডায়মন্ডহারবার হাসপাতালে বসেছে কিউআর কোড