Local News: ইঁদুরের ফাঁদে পড়ে প্রাণ হারাচ্ছে মানুষ! এই বিপদের কথা জানলে চলাফেরায় আপনিও সতর্ক হবেন
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUMAN SAHA
Last Updated:
কীভাবে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামগুলির কৃষকদের এই ধরনের মারণ ফাঁদ পাতা থেকে বিরত রাখা যায় তা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছিল পুলিশ প্রশাসনের মধ্যে
দক্ষিণ ২৪ পরগনা: বেশ কয়েক বছর ধরে শোনা যাচ্ছে, ধান থেকে শুরু করে সবজি চাষে ইঁদুরের উপদ্রবে ব্যাপক ক্ষতি হচ্ছে কৃষকদের। এই বিপদ থেকে বাঁচতে সুন্দরবনের তথাকথিত অসচেতন কৃষকদের একাংশ চাষের জমিতে বৈদ্যুতিক ফাঁদ পাতা শুরু করেছিলেন। আর এই ফাঁদের জেরে যতটা না ইঁদুর ভরছিল তার থেকে বেশি মৃত্যু হচ্ছিল মানুষের। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছিল প্রশাসন। অবশেষে সেই বিপদ এড়াতে শুরু হল তৎপরতা।
কীভাবে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামগুলির কৃষকদের এই ধরনের মারণ ফাঁদ পাতা থেকে বিরত রাখা যায় তা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছিল পুলিশ প্রশাসনের মধ্যে। এবার বিষয়টি নিয়ে তৎপর হল বারুইপুর জেলা পুলিশ ও কুলতলির স্থানীয় বিধায়ক। যাতে চাষের জমিতে বা সবজির খেতে এই ধরনের বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার না করা হয় সেই বিষয়ে কৃষকদের সতর্ক করে দিয়েছেন তাঁরা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
ইঁদুরের জন্য পাতা বিদ্যুতের ফাঁদে মানুষের মৃত্যু হচ্ছে এই বিষয়টা বোঝাতে লাগাতার প্রচার কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। দরকারে সুন্দরবনের কৃষকদের নিয়ে সচেতনতামূলক ক্যাম্প করা হবে বলেও ঠিক হয়েছে।
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 27, 2024 9:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Local News: ইঁদুরের ফাঁদে পড়ে প্রাণ হারাচ্ছে মানুষ! এই বিপদের কথা জানলে চলাফেরায় আপনিও সতর্ক হবেন
