ঠিক সেই সময় খয়রাশোল ব্লকের বাবুইজোড় বাসস্ট্যান্ড এলাকায় দেখা গেল এক অভিনব চিত্র, পিচ রাস্তার উপর মাছ ধরছে এলাকার মানুষ। প্রবল বর্ষণে পুকুরের জল উপচে রাস্তার উপর উঠে এসেছে, সঙ্গে ভেসে এসেছে একাধিক মাছও।
advertisement
সেই মাছ ধরতেই নেমে পড়েছেন গ্রামবাসীরা কেউ জাল ফেলে, কেউ আবার খালি প্লাস্টিক জলের বোতলে। আট থেকে আশি, সব বয়সের মানুষের মধ্যেই মাছ ধরার হিড়িক দেখা যায়। কেউ থলিতে, কেউ প্লাস্টিকের টবে মাছ ভরছেন যেন উৎসবের মেজাজ এই বৃষ্টির দিনে রাস্তায়।
তবে এই দৃশ্য যতটা আনন্দের, বাস্তব ছবিটা ততটাই ভয়াবহ। গ্রামে গ্রামে বহু রাস্তা এখন জলের তলায়। হাঁটু জল মাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। পিচ ও কাঁচা রাস্তায় চলাফেরা কার্যত অসম্ভব হয়ে উঠেছে। এই অবস্থায় প্রশাসনের তরফ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নিকাশি ব্যবস্থা ও সড়ক সংস্কার না হলে সমস্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন তারা।
সৌভিক রায়





