TRENDING:

দলীয় পতাকা নিয়ে নাচ, বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটারকে দেখতে ভিড় বর্ধমানে

Last Updated:

Kirti Azad: দলীয় পতাকা হাতে এই রকম নাচ কেন? কীর্তি আজাদ জানান, ইয়ে দিদি কা ঝান্ডা হে, জো হর বকত লহেরানা চাহিয়ে। তার পরই তাঁর জবাব, পার্টির ঝান্ডা, কর্মীদের উৎসাহ ও আদিবাসী বোনেরা যখন সঙ্গে আছে, বাজনা বাজছে তখন নাচতে মন চায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান:  রবিবারে জমজমাট প্রচার। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ ছিলেন আকর্ষণের কেন্দ্রে। দলীয় পতাকা নিয়ে মাদলের সঙ্গে জমিয়ে নাচলেন তিনি।
advertisement

দলীয় নেতৃত্ব, কর্মী-সমর্থক, বিধায়কের উপস্থিতিতে বর্ধমান উত্তর বিধানসভার হাট গোবিন্দপুরে জোরদার প্রচার করেন তিনি। প্রচারের শেষ লগ্নে দলীয় পতাকা হাতে বাজনার সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা গেল কীর্তি আজাদকে। একই সাথে মাদলও বাজালেন তিনি।

দলীয় পতাকা হাতে এই রকম নাচ কেন? কীর্তি আজাদ জানান, ইয়ে দিদি কা ঝান্ডা হে, জো হর বকত লহেরানা চাহিয়ে। তার পরই তাঁর জবাব, পার্টির ঝান্ডা, কর্মীদের উৎসাহ ও আদিবাসী বোনেরা যখন সঙ্গে আছে, বাজনা বাজছে তখন নাচতে মন চায়।

advertisement

আরও পড়ুন- ট্রাফিক যতই থাক, ভুলেও ‘এই’ কাজগুলো করা চলবে না, করলেই গাড়ি একেবারে নষ্ট

পাশাপাশি মিছিল চলাকালীন এক পুলিশ কর্মীর ভুড়ি দেখে তাঁকে ফিটনেস ঠিক রাখার পরামর্শও দেন। এই প্রসঙ্গে তিনি বলেন, আমি ফিটনেস রাখার জন্য সবাইকে বলি। ফিটনেস থাকলে স্বাস্থ্য ভাল থাকবে, মাথা ভাল কাজ করবে, উজ্জীবিত থাকবেন, কাজে মন পাবেন। আমি পুলিশ কর্মীকে বলেছি আমার সাথে প্রতিদিন চলো, আমি ফিট করে দেব।

advertisement

পূর্বনির্ধারিত কর্মসূচী অনুযায়ী, কীর্তি আজাদ বর্ধমান উত্তর বিধানসভার হাটগোবিন্দপুরে যান জনসংযোগ ও প্রচারে। সেখানে বড় কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। প্রথমে দলীয় বৈঠক করেন। তার পর কলেজ মোড় হয়ে দলীয় কার্যালয় পর্যন্ত জনসংযোগ করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক নিশীথ প্রামাণিক, ব্লক সভাপতি পরমেশ্বর কোঙার,যুব সভাপতি সৌভিক পান সহ অনান্যরা।

advertisement

প্রার্থী ঘোষণা হওয়ার দিনই বর্ধমানে এসে দলীয় নেতৃত্বে সঙ্গে আলোচনায় বসেছিলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ। এর পর বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলার মন্দিরে পুজো দেন। সেদিন নিজের নামে দেওয়াল লিখন করেছিলেন কীর্তি।

আরও পড়ুন- পেট্রোল গাড়িতে ডিজেল ঢেলে ফেললে কী হতে পারে? এমন ভুলে ভয়ঙ্কর কাণ্ড হবে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বড়দিনের আগে ঝপাঝপ বেক হচ্ছে কেক, কিন্তু পাহাড় থেকে অর্ডার হাতেগোনা! মন্দার আশঙ্কা
আরও দেখুন

এর পর বর্ধমানের রাধারানি স্টেডিয়ামে ক্রিকেট খেলতে নামেন বিশ্বকাপ জয়ী জাতীয় দলের এই প্রাক্তন সদস্য। এরপর কয়েক দিন দুর্গাপুরে প্রচার সেরে রবিবার বর্ধমানে আছেন কীর্তি আজাদ। অনেকের সঙ্গে ভাঙা ভাঙা বাংলাতেও কথা বলেন তিনি। সাংবাদিকদের বলেন, আর একমাসে বাংলা অনেকটাই শিখে যাব।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দলীয় পতাকা নিয়ে নাচ, বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটারকে দেখতে ভিড় বর্ধমানে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল