পেট্রোল গাড়িতে ডিজেল ঢেলে ফেললে কী হতে পারে? এমন ভুলে ভয়ঙ্কর কাণ্ড হবে

Last Updated:

Petrol-Diesel Cars: পেট্রোল গাড়িতে ভুল করে ডিজেল ঢেলে ফেললে কী হবে? বা ডিজেল গাড়িতে পেট্রোল ঢাললে? গাড়ি চলবে? ইঞ্জিনের কোনও ক্ষতি হবে? এই ব্যাপারে অনেকের মনে প্রশ্ন থাকলেও উত্তর সেভাবে জানা নেই হয়তো!

কলকাতা: পেট্রোল গাড়িতে ভুল করে ডিজেল ঢেলে ফেললে কী হবে? বা ডিজেল গাড়িতে পেট্রোল ঢাললে? গাড়ি চলবে? ইঞ্জিনের কোনও ক্ষতি হবে? আসলে পেট্রোল এবং ডিজেলের আলাদা আলাদা বৈশিষ্ট রয়েছে। ডিজেল কম দাহ্য। অন্য দিকে পেট্রোলের ফ্ল্যাশ পয়েন্ট বেশি। একটা ফুলকি থেকে পেট্রোলে আগুন ধরে যেতে পারে। ডিজেলে সময় লাগে।
এছাড়া পেট্রোল এবং ডিজেলের লুব্রিকেটিং বৈশিষ্টও আলাদা আলাদা। পেট্রোলে ৯১ থেকে ৯৫-এর উচ্চতর অকটেন নম্বর রয়েছে। সিটেন নম্বর ১৫ থেকে ২০-র কম। ডিজেলে সিটেন নম্বর বেশি, প্রায় ৪৫ থেকে ৫৫-র আশপাশে থাকে। অকটেন সংখ্যা ১৫ থেকে ২৫-এর মধ্যে থাকে।
আরও পড়ুন- তিন তলা থেকে পড়ে গেলেও কিছু হত না! সেই Nokia 3210 বাজারে আসছে আবার
পেট্রোল গাড়িতে ডিজেল ঢাললে: পেট্রোল গাড়ির ট্যাঙ্কের নোজাল ডিজেল ডিসপেনসারের চেয়ে ছোট। তাই পেট্রোল গাড়িতে ডিজেল ঢালার সম্ভাবনা খুব কম। কিন্তু তারপরেও যদি কেউ ভুল করে ঢেলে ফেলে তাহলে গাড়ির যে ক্ষতি হবে বলাইবাহুল্য।
advertisement
advertisement
পেট্রোল পরিশোধিত জ্বালানি এবং ডিজেলের চেয়ে পাতলা। স্পার্ক প্লাগের সাহায্যে এতে স্পার্ক করা হয়। এখন কেউ যদি পেট্রোল গাড়িতে ডিজেল ঢেলে চালাতে যায়, তাহলে প্রথমেই গাড়ির স্পার্ক প্লাগ এবং ফুয়েল সিস্টেম জ্যাম হয়ে যাবে।
গাড়ির ফুয়েল ফিল্টারও ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে ইঞ্জিনে আগুন ধরে যাবে এবং এগজস্ট থেকে ধোঁয়া বেরতে শুরু করবে। সোজা কথায়, গাড়ি থামাতে হবে। এভাবে গাড়ি চালানো যাবে না।
advertisement
ডিজেল গাড়িতে পেট্রোল ঢাললে: এখন ডিজেল গাড়িতে যদি পেট্রোল ঢালা হয়? এতে ক্ষতি কম হবে। তবে হবে। ডিজেল লুব্রিকেশন অয়েল হিসেবে কাজ করে।
গাড়ি চালু করার সঙ্গে সঙ্গে ডিজেল ইঞ্জিনের প্রতিটা অংশে পেট্রোল পৌঁছে যাবে। ফলে ‘মিসফায়ার’ হবে। গাড়ি থেমে যাবে। ইঞ্জিনে কতটা পেট্রোল গিয়েছে, তার উপর ক্ষতির পরিমাণ নির্ভর করছে।
advertisement
আরও পড়ুন- ফোন হারানোর পরই স্যুইচড অফ! আর চিন্তা নেই, অ্যান্ড্রয়েড ১৫ থাকলেই খুঁজে পাবেন
ডিজেল গাড়িতে পেট্রোল ঢাললে মেশিনের ঘর্ষণ বৃদ্ধি পায়। এর ফলে জ্বালানি লাইন সহ পাম্প ক্ষতিগ্রস্ত হতে পারে। এরপরেও গাড়ির ইঞ্জিন চালু রাখলে ইঞ্জিনের ক্ষতি হবে। এমনকী ইঞ্জিন স্তব্ধ হয়ে যেতে পারে। এইরকম পরিস্থিতিতে অবিলম্বে মেকানিকের কাছে গিয়ে ইঞ্জিন থেকে সমস্ত পেট্রোল বের করে পুঙ্খানুপুঙ্খভাবে পরিস্কার করা ছাড়া অন্য পথ নেই।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
পেট্রোল গাড়িতে ডিজেল ঢেলে ফেললে কী হতে পারে? এমন ভুলে ভয়ঙ্কর কাণ্ড হবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement