ফোন হারানোর পরই স্যুইচড অফ! আর চিন্তা নেই, অ্যান্ড্রয়েড ১৫ থাকলেই খুঁজে পাবেন
- Published by:Suman Majumder
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Android 15: একটি নয়া অনলাইন রিপোর্টে বলা হচ্ছে যে, আসন্ন অ্যান্ড্রয়েড ১৫-য় থাকতে চলেছে দুর্দান্ত ফিচার। যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের খোওয়া যাওয়া ডিভাইস খুঁজে পেতে পারেন। আর ফোন হারালে চিন্তা করতে হবে না।
কলকাতা: নিজেদের বার্ষিক ডেভেলপার কনফারেন্স গুগল আই/ও ২০২৪-এর দিনক্ষণ ঘোষণা করেছে Google। প্রতি বছরে মতো ওই বৈঠকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণ সামনে আনবে এই টেক জায়ান্ট।
একটি নয়া অনলাইন রিপোর্টে বলা হচ্ছে, আসন্ন অ্যান্ড্রয়েড ১৫-য় থাকতে চলেছে দুর্দান্ত ফিচার। যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের খোওয়া যাওয়া ডিভাইস খুঁজে পেতে পারেন। এমনকী মজার বিষয় হল, ফোন স্যুইচ অফ থাকলেও এবার খুঁজে পাওয়া যাবে সেই ফোন।
আরও পড়ুন- সহজে না,সিম পোর্ট করতে ‘কাঠখড় পোড়াতে’ হব!ট্রাইয়ের নতুন নিয়মে চিন্তায় গ্রাহক
অ্যান্ড্রয়েড পুলিশ-এর রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, Find My Device-এর সীমাবদ্ধতার বিষয়টার উপরেই গুরুত্ব দিয়েছে Google। এবার অ্যান্ড্রয়েড ১৫-র মাধ্যমে আনা হচ্ছে নতুন Powered Off Finding API। যার মূল উদ্দেশ্য হল, ডিসকানেক্টেড থাকলেও ডিভাইস খুঁজে পাওয়া।
advertisement
advertisement
ওই রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে যে, সিস্টেমটি ব্লুটুথ কন্ট্রোলারের মেমোরির মধ্যে প্রি-ক্যালকুলেটেড ব্লুটুথ বীকন সংরক্ষণ করে কাজ করবে।
বর্তমানে Find My Device নেটওয়ার্ক অনলাইন থাকা অ্যাক্টিভ অ্যান্ড্রয়েড এবং Wear OS ডিভাইসকেই ট্র্যাক করতে পারে। তবে এবার অফলাইন ডিভাইস যদি ট্র্যাক করা যায়, তা কার্যকারিতা আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে। এর ফলে ইন্টারনেট কানেক্টিভিটি না থাকলেও ব্যবহারকারীরা নিজেদের ডিভাইস খুঁজে পেতে সক্ষম হবেন।
advertisement
যদিও এই ফিচারটির বাস্তবায়নের জন্য প্লেশালাইজড হার্ডওয়্যারের প্রয়োজন হবে। যা ব্লুটুথ কন্ট্রোলারকে চালিত করবে। এর ফলে ডিভাইস স্যুইচ অফ থাকা সত্ত্বেও ব্লুটুথ কন্ট্রোলার নিজের কাজ করে যেতে পারবে।
আরও পড়ুন- অ্যাডাল্ট সাইট বা জুয়ার বিজ্ঞাপনে নয়, ‘এই’ ওয়েবসাইটেই লুকিয়ে মহাবিপদ!
view commentsএখানেই শেষ নয়, এই ফিচার যাতে কাজ করতে পারে, তার জন্য সংশ্লিষ্ট স্মার্টফোনে ছোট্ট রিজার্ভ ব্যাটারি থাকতে হবে। এছাড়া অ্যান্ড্রয়েড পুলিশ-এর রিপোর্ট থেকে আরও জানা যাচ্ছে যে, Google Pixel 9 সিরিজ যখন চালু করা হবে, সেই সময়ই এই নয়া ফিচারও প্রকাশ্যে আসবে।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 24, 2024 1:11 PM IST