রঘুনাথপুর মহকুমা শাসক কার্যালয় প্রাঙ্গণে রঘুনাথপুর বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত হওয়া মহড়া প্রদর্শনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দেখিয়ে দেওয়া হল কীভাবে পরিস্থিতি মোকাবিলা করলেন। বিপর্যয় মোকাবিলায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামগুলি প্রদর্শনী করা হয় মহড়ায়। বাহিনীর সদস্যরা সেগুলির ব্যবহার সম্পর্কে জনসাধারণকে জানান। মহড়া দেখতে ভিড় জমেছিল রঘনাথপুর শহরের বহু মানুষজনের।
অন্যদিকে রঘুনাথপুর বিপর্যয় মোকাবিলা বাহিনীর এই মহড়া এদিন পর্যবেক্ষণ করেন রঘুনাথপুর মহকুমা শাসক বিবেক পঙ্কজ ও রঘুনাথপুর মহকুমার পুলিশ আধিকারিক রোহেদ শেখ। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা বলেন, কঠিন পরিস্থিতিতে কী ভাবে আমাদের সদস্যরা কাজ করে এদিন প্রদর্শনীর মাধ্যমে তা তুলে ধরা হয়েছে।
advertisement
পাশাপাশি এলাকার মানুষকে বোঝানো হয়েছে বিপর্যয় মোকাবিলা টিমের সদস্যরা কী ধরনের কাজ করেন। এইবছর জেলায় রেকর্ড সংখ্যক জলে ডোবা ব্যক্তিদের দেহ উদ্ধার হয়। মহকুমা শাসক জানান, খুব সুন্দর প্রদর্শন হয়েছে।