মেজারমেন্ট এর কাজ সম্পন্ন করেন তারা। ইতিমধ্যেই প্রায় ১৯ কোটি ৯ লক্ষ ৭০ হাজার টাকার দরপত্রে কাজের বরাত পেয়েছে একটি সংস্থা। ‘অম্রুত ২’ প্রকল্পে রাজ্য সরকারের মোট বরাদ্দ ৪০ কোটির কিছু বেশি। এ বিষয়ে ঝালদা পৌরসভার উপ পৌর প্রধান সুদীপ কর্মকার বলেন , সুবর্ণরেখা জল প্রকল্পের কাজ ধীরে ধীরে অনেকটাই এগিয়েছে। আবহাওয়া খারাপ হওয়ার কারণে অনেক সময় কাজ থমকে যাচ্ছে। কিন্তু আমরা আশা রাখছি খুব শীঘ্রই এই কাজ সম্পন্ন হবে।
advertisement
এ বিষয়ে ঝালদা এলাকার বাসিন্দারা বলেন , ঝালদায় দীর্ঘদিনের সমস্যা পানীয় জল। মুরগুমা জলাধার থেকে আসা জল বেশিরভাগ সময়ই ঘোলা থাকে। তাই বেশিরভাগ মানুষকেই এখানে জল কিনে খেতে হয়। সুবর্ণরেখা জল প্রকল্পই এখন একমাত্র ভরসা তাদের কাছে। তাই দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি তুলেছেন তারা।
পুরুলিয়ার ঝালদা মহকুমায় জলের সমস্যা দীর্ঘদিনের। বছরের পর বছর কেটে গেলেও সুবর্ণরেখা জল প্রকল্প বাস্তবায়িত হয়নি। তবে সম্প্রতি সুবর্ণরেখা জল প্রকল্পের কাজ এগোতে দেখা যাচ্ছে আর এতেই আশায় বুক বেঁধেছে ঝালদাবাসী।





