TRENDING:

আরও একধাপ এগলো সুবর্ণরেখা জল প্রকল্পের কাজ‌, এসেছে রঙিন পাইপ!

Last Updated:

বাস্তবে রূপায়িত হচ্ছে সুবর্ণরেখা জল প্রকল্প , খুশির হাওয়া ঝালদায়!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি, পুরুলিয়া : দীর্ঘ অপেক্ষার পর সুবর্ণরেখার জল প্রকল্প কাজ বাস্তবে রূপায়িত হচ্ছে।প্রকল্প বাস্তবায়নে গতি দেখে আশাবাদী ঝালদাবাসী। ইতিমধ্যেই এসে পৌঁছেছে রঙিন পাইপ। টানা বর্ষার কারণে কিছুদিন কাজ থমকে থাকলেও, আবহাওয়া স্বাভাবিক হতেই ফের সরঞ্জাম আসা শুরু হয়েছে বলে জানান ঝালদার উপ পৌরপ্রধান সুদীপ কর্মকার। খুব শীঘ্রই বাকি কাজ ও শুরু হয়ে যাবে। পৌরসভা সূত্রে জানা গিয়েছে,  গত মে মাসের শেষে এমইডি-র ইঞ্জিনিয়াররা তুলিনে সুবর্ণরেখার জল প্রকল্পস্থল ঘুরে দেখেন।
advertisement

মেজারমেন্ট এর কাজ সম্পন্ন করেন তারা। ইতিমধ্যেই প্রায় ১৯ কোটি ৯ লক্ষ ৭০ হাজার টাকার দরপত্রে কাজের বরাত পেয়েছে একটি সংস্থা। ‘অম্রুত ২’ প্রকল্পে রাজ্য সরকারের মোট বরাদ্দ ৪০ কোটির কিছু বেশি। এ বিষয়ে ঝালদা পৌরসভার উপ পৌর প্রধান সুদীপ কর্মকার বলেন , সুবর্ণরেখা জল প্রকল্পের কাজ ধীরে ধীরে অনেকটাই এগিয়েছে। আবহাওয়া খারাপ হওয়ার কারণে অনেক সময় কাজ থমকে যাচ্ছে। ‌ কিন্তু আমরা আশা রাখছি খুব শীঘ্রই এই কাজ সম্পন্ন হবে।

advertisement

এ বিষয়ে ঝালদা এলাকার বাসিন্দারা বলেন , ঝালদায় দীর্ঘদিনের সমস্যা পানীয় জল। মুরগুমা জলাধার থেকে আসা জল বেশিরভাগ সময়ই ঘোলা থাকে। তাই বেশিরভাগ মানুষকেই এখানে জল কিনে খেতে হয়। সুবর্ণরেখা জল প্রকল্পই এখন একমাত্র ভরসা তাদের কাছে। তাই দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি তুলেছেন তারা।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

পুরুলিয়ার ঝালদা মহকুমায় জলের সমস্যা দীর্ঘদিনের। বছরের পর বছর কেটে গেলেও সুবর্ণরেখা জল প্রকল্প বাস্তবায়িত হয়নি। তবে সম্প্রতি সুবর্ণরেখা জল প্রকল্পের কাজ এগোতে দেখা যাচ্ছে আর এতেই আশায় বুক বেঁধেছে ঝালদাবাসী।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আরও একধাপ এগলো সুবর্ণরেখা জল প্রকল্পের কাজ‌, এসেছে রঙিন পাইপ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল