টানা বৃষ্টির জেরে কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। সমুদ্র উপকূলে বইছে ঝড়ো হাওয়া। বেলা বাড়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজও জেলা জুড়ে জারি রয়েছে হলুদ সর্তকতা।
গভীর সমুদ্রে মৎস্য শিকারের ওপর জারি রয়েছে নিষেধাজ্ঞা। জেলার প্রতিটি থানার পক্ষ থেকে উপকূলীয় এলাকায় চলছে মাইকিং প্রচার। পাশাপাশি নামখানা ব্লক প্রশাসনের তরফে বকখালি পর্যটন কেন্দ্রের সমুদ্র সৈকতে চলছে লাগাতার মাইকিং প্রচার।
advertisement
আরও পড়ুন- পুজোর আগে সঙ্কট! প্লাবিত বহু এলাকা, অতিবৃষ্টিতে ভাসছে বিপর্যস্ত ঘাটাল
পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফে। বকখালি, বালিয়াড়া-সহ গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকদের নামতে দেওয়া হচ্ছে না সমুদ্র স্নানে।
এই সকল জায়গার সমুদ্র সৈকতে চলছে লাগাতার মাইকিং প্রচার। বকখালি এবং সাগরের সমুদ্র সৈকতে কড়া নজরদারি রেখেছে সিভিল ডিফেন্সের কর্মীরা। এর জেরে ছুটির দিন পার হলেও বকখালি অভিমুখ এড়িয়েছে পর্যটকরা।
আরও পড়ুন- তীব্র আওয়াজ! টানা বৃষ্টির জেরে ভেঙে পড়ল দোতলা বাড়ি! ভয়াবহ ভিডিও
বকখালি, সাগর-সহ মৌসুনিতে বেড়াতে আসা পর্যটকেরা সমুদ্রে নামতে না পেরে যথেষ্ট হতাশ হয়েছেন। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সমগ্র পরিস্থিতির উপর নজর রেখেছে জেলা প্রশাসন থেকে শুরু করে প্রতিটি ব্লক প্রশাসন।
নবাব মল্লিক