Rain-Viral Video : তীব্র আওয়াজ! টানা বৃষ্টির জেরে ভেঙে পড়ল দোতলা বাড়ি! ভয়াবহ ভিডিও

Last Updated:

Rain-Viral Video : হঠাৎই ভেঙে গেল দোতলা পাকা বাড়ি! টানা বৃষ্টিতে ভয়াবহ অবস্থা

+
title=

পুরুলিয়া : ক্রমাগত ঝড় বৃষ্টির পরিমাণ বেড়েই চলেছে পুরুলিয়ায়। জলমগ্ন হয়ে রয়েছে জেলার বিভিন্ন এলাকা। টানা বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ঝালদা এলাকার একটি দু-তলা পরিতক্ত বাড়ি। আতঙ্কের মধ্যে রয়েছে এলাকার অন্যান্য মানুষেরা। ঘটনাটি ঘটেছে ঝালদা পৌরসভার স্টেশন পাড়ার চার নম্বর ওয়ার্ডে। এ বিষয়ে এলাকাবাসীরা জানান , বুধবার সকালে হঠাৎই এলাকারই বাসিন্দা শিলাজিৎ মুখার্জির দু-তলা পাকা বাড়িটি হুড়মুড়িয়ে ধসে পড়ে। বাড়িটি ভেঙে পড়ার কারণে গুরুত্বপূর্ণ রাস্তা ব্লক হয়ে গিয়েছে। যাতায়াতের অনেকটাই অসুবিধা হয়েছে।
আশেপাশের কয়টি বাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসন যাতে বিষয়টির উপর নজর দেয় তার আবেদন জানানো হচ্ছে। এরই পাশাপাশি যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণেরও দাবি জানানো হচ্ছে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঝালদা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু চন্দ্র। তিনি বলেন , যার বাড়িটি ধসে গিয়েছে তিনি কর্মসূত্রে নবদ্বীপে থাকেন। তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জেসিবি দিয়ে পৌরসভার পক্ষ থেকে রাস্তা পরিষ্কার করে দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন: 
advertisement
এলাকার গুরুত্বপূর্ণ রাস্তায় এটি । বহু মানুষ এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে থাকেন। আগামী দিনে পৌরসভার পক্ষ থেকে ঝালদা শহরের বিপদজনক বাড়িগুলি চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, সেদিকেও নজর দেওয়া হবে। বিগত কিছুদিন এই অতিবৃষ্টির জেরে নানান সমস্যার মধ্যে পড়ে রয়েছে পুরুলিয়ার মানুষেরা। এরই মধ্যে ঝালদা শহরে দোতলা পাকা বাড়ি হুড়মুড়িয়ে পড়ে যাওয়ায় আতঙ্কের মধ্যে রয়েছেন ঝালদাবাসীরা।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rain-Viral Video : তীব্র আওয়াজ! টানা বৃষ্টির জেরে ভেঙে পড়ল দোতলা বাড়ি! ভয়াবহ ভিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement