জানা যাচ্ছে, সুযোগ পেলেই ধীরগতিতে এগিয়ে গিয়ে কামড় দিয়ে পালিয়ে যাচ্ছে ওই কুকুরটি। গালর্স স্কুল পাড়ার বাসিন্দা অশোকা রাণী মন্ডল নামের এক বৃদ্ধা জানান, “কুকুরটি সবাইকে কামড় দিচ্ছে। এখনও পর্যন্ত প্রায় দু’শোর বেশি লোকজনকে কামড়েছে। আমরা চরম আতঙ্কে রয়েছি। একটু অসতর্ক হলেই যেকোনও মুহূর্তে কামড় দিতে পারে। প্রশাসন যদি কুকুরটিকে ধরে নিয়ে যায় তাহলে আতঙ্ক থেকে মুক্তি মিলবে।”
advertisement
এলাকারই এক যুবক সুরজিৎ দাস জানান, বাজার নিয়ে রাস্তা দিয়ে হেঁটে বাড়িতে ফিরছিলাম। কুকুরটি পাশে পাশে ধীরগতিতে আসছিল। আচমকা পিছন থেকে পায়ে কামড় দিয়ে পালিয়ে গেল। শুধু আমাকে নয়, ওই দিন আরও চারজনকে কামড়েছে। এছাড়া এখনও পর্যন্ত শতাধিকেরও বেশি লোকজনকে কামড় দিয়েছে। ভ্যাকসিন নিতে হচ্ছে। আমরা চরম আতঙ্কে রয়েছি। প্রশাসন যদি অবিলম্বে কুকুরটিকে উদ্ধার না করে তবে আগামী দিনে দ্রুততার সঙ্গে কুকুরের কামড়ে আক্রান্তের সংখ্যা হাজারের ঘরে পৌঁছে যাবে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সমীর দাস নামে স্থানীয় এক বৃদ্ধও একই কথা জানিয়েছেন। তিনি বলেন, একটি কুকুরের দাপটে অতিষ্ট পুরো এলাকা। এছাড়াও নিত্য পথচারীরাও আতঙ্কিত। চুপিচুপি পাশাপাশি হেঁটে গিয়ে আচমকা কামড় দিয়ে কুকুরটি পালিয়ে যাচ্ছে। প্রসাশন যদি কোনও পদক্ষেপ না নেয়, আগামীদিনে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। হয়তো অবলা প্রাণীটিকে কেউ মেরেও ফেলতে পারে।





