Poush Mela 2025: শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী উপাসনা গৃহের আদলে পৌষ মেলায় স্টল, দেখতে ভিড় জমাচ্ছেন দেশ-বিদেশের পর্যটকেরা
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Poush Mela 2025: পূর্বপল্লীর এই পৌষ মেলার মাঠেই এবার দেখা গেল উপাসনা গৃহ! কৌতূহলবশত দেশ ছাড়িয়ে বিদেশের বহু পর্যটকেরাও উপাসনা গৃহ দেখতে ভিড় জমাচ্ছেন।
বীরভূম,সৌভিক রায়ঃ বীরভূমের বোলপুর শান্তিনিকেতন ভ্রমণের জন্য প্রত্যেকদিন প্রায় হাজার হাজার পর্যটকের সমাগম ঘটে। তবে বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলার সময় পর্যটকদের সেই সংখ্যা বেড়ে প্রায় লক্ষাধিকের কাছাকাছি পৌঁছে যায়। ইতিমধ্যেই এই বছরের মেলা শুরু হয়ে গিয়েছে। গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা ২০২৫। প্রায় ১৭০০ টি স্টল নিয়ে এই মেলার আয়োজন করা হয়েছে।
পূর্বপল্লীর এই পৌষ মেলার মাঠেই এবার দেখা গেল উপাসনা গৃহ! কৌতূহলবশত দেশ ছাড়িয়ে বিদেশের বহু পর্যটকেরাও উপাসনা গৃহ দেখতে ভিড় জমাচ্ছেন। এটি আসলে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী উপাসনা গৃহের আদলেই নির্মিত একটি স্টল। মেলা প্রাঙ্গণে অভিনব এই স্টলটি গড়ে তুলেছে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা।
আরও পড়ুনঃ শীতের রাতে দাউদাউ করে জ্বলল সেলাই কারখানা! হাসনাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই প্রায় ৫০ লক্ষের জিনিস
নান্দনিক নির্মাণশৈলী ও পরিচিত স্থাপত্যরীতির জন্য দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ কেড়েছে এই উদ্যোগে। সংস্থার রিজিওনাল ম্যানেজার বলেন, “মানুষকে আনন্দ দেওয়ার উদ্দেশেই এই অভিনব ভাবনা। এই স্টলের মাধ্যমে আমাদের বিভিন্ন পরিষেবা উদ্যোগও সাধারণ মানুষের সামনে তুলে ধরা হচ্ছে।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিদ্যুৎ সংযোগ কীভাবে পাওয়া যাবে, বিদ্যুৎ চুরি কীভাবে আটকানো সম্ভব হবে এই সমস্ত বিষয়ে সচেতনতা ও তথ্য সরবরাহ করা হচ্ছে। একইসঙ্গে মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ও মেলায় বিদ্যুৎ নিয়ে কোনও ধরনের সমস্যায় পড়লে কী করণীয় সেই সম্পর্কেও একটি টোল ফ্রি নম্বর ডিসপ্লে করা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Birbhum,West Bengal
First Published :
Dec 27, 2025 2:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Poush Mela 2025: শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী উপাসনা গৃহের আদলে পৌষ মেলায় স্টল, দেখতে ভিড় জমাচ্ছেন দেশ-বিদেশের পর্যটকেরা









