TRENDING:

বাস্তবের চিত্রগুপ্ত ! ৫০ বছর ধরে লিখে চলেছেন মানুষের পাপ-পুণ্যের হিসেব, চিনে নিন

Last Updated:

বীরভূমের মল্লারপুরের বাসিন্দা কৃষ্ণেন্দু সিংহের আজব শখ লেখালেখি। না, কোনও সাহিত্যচর্চা নয়, নেহাতই হিসাবনিকাশের খাতা লিখে আজ এলাকার মানুষের কাছে অপরিহার্য হয়ে উঠেছেন তিনি। নেশার ছলে লেখা কৃষেন্দুর কাজের জন্য উপকৃত হচ্ছেন আশপাশের ৯টি গ্রামের মানুষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম, সৌভিক রায়: প্রত্যেকে জীবনে কত কিছুই না ইচ্ছে এবং শখ থাকে। কারও শখ ডাক টিকিট বা অটোগ্রাফ সংগ্রহ করা। কেউ-বা সংগ্রহ করেন দেশ-বিদেশের মুদ্রা। তবে বীরভূমের মল্লারপুরের বাসিন্দা কৃষ্ণেন্দু সিংহের আজব শখ লেখালেখি। না, কোনও সাহিত্যচর্চা নয়, নেহাতই হিসাবনিকাশের খাতা লিখে আজ এলাকার মানুষের কাছে অপরিহার্য হয়ে উঠেছেন তিনি। নেশার ছলে লেখা কৃষেন্দুর কাজের জন্য উপকৃত হচ্ছেন আশপাশের ৯টি গ্রামের মানুষ।
advertisement

ময়ূরেশ্বর থানার মল্লারপুরের ফতেপুর গ্রামের বাসিন্দা কৃষ্ণেন্দু সিং। গ্রামের মানুষের কাছে তিনি কেষ্টদা। বাবা প্রয়াত কালীপদ সিং ছিলেন ইতিহাসের শিক্ষক। তিনি সবসময় পকেটে নোটবুক রাখতেন। সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে ডায়েরি লিখতে শুরু করেন কেষ্টদা। বাবা কাছে তালিম নিয়ে ডায়েরির পাতায় লিখে রাখতেন রোজকার ঘটনা। থাকত গ্রামের পরিচিত মানুষের খবরও।

আরও পড়ুন– আমেরিকার মন্টানায় ভয়াবহ বিমান দুর্ঘটনা ! বিমানবন্দরের ভিতরেই ভেঙে পড়ল বিমান, দেখুন ভিডিও

advertisement

এভাবেই ক্রমে মৃত্যু তার কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। ১৯৭৫ থেকে এখনও পর্যন্ত ধরে তিনি ডায়েরির পাতায় লিখে রেখেছেন স্থানীয় মানুষদের মৃত্যুর কারণ ও তার দিনক্ষণ। আজ ৬৬ বছর বয়সে তাঁর কাছে ডায়েরির পাতা তবু স্মৃতির নয়, তা গ্রামবাসীদের কাছে প্রয়োজনীয় তথ্যভাণ্ডারও বটে সেকথা স্বীকার করে নিয়েছেন মল্লারপুর ১নং গ্রাম পঞ্চায়েতে গোয়ার গ্রামের বাসিন্দা সাধন সিং। তিনি বলেন, ‘‘বছর কয়েক আগে বার্ধক্যজনিত কারণে বাবার মৃত্যু হয়। সেসময় মৃত্যুর সার্টিফিকেট বের করা সম্ভব হয়নি। দীর্ঘদিন পর পঞ্চায়েতে গিয়ে ডেথ সার্টিফিকেট বের করতে গেলে মৃত্যুর দিনক্ষণ জানা না থাকায় সমস্যায় পড়তে হয়। পরে কৃষ্ণেন্দুবাবুর স্মরণাপন্ন হয়ে মৃত্যুর দিনক্ষণ উদ্ধার করি।’’

advertisement

আরও পড়ুন– বহরমপুর নিয়ে সাংগঠনিক বৈঠকে একাধিক বার্তা অভিষেকের, ‘বৃক্ষ, ফলই তোমার পরিচয়…!’ কেন বললেন হুমায়ুন?

সেরা ভিডিও

আরও দেখুন
রাজকীয় জাঁকজমক আজ না থাকলেও লক্ষ্মী নারায়ণ জীউয়ের মন্দির এখনও জাগ্রত এইখানে
আরও দেখুন

একইভাবে কৃষ্ণেন্দুর ডায়েরির পাতা ঘেঁটে উপকৃত হন ময়ূরেশ্বর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তিনি তার খুব কাছের একজনের সার্টিফিকেট বের করার জন্য মৃত্যুর দিনক্ষণ জানতে কৃষ্ণেন্দুবাবুর দ্বারস্থ হয়েছিলেন। তাঁর এই বিচিত্র শখ এইভাবে পাঁচজনের উপকারে লাগবে ভাবতেও পারেননি কোনওদিন, তবে গ্রামবাসীদের কাছে তাঁর এই শখ তাঁকে অপরিহার্য করে তুলেছে। লিখতে লিখতে আজ তাঁর ডায়েরির পাতায় কয়েক হাজার মানুষের মৃত্যুর দিনক্ষণ ও কারণ লিপিবদ্ধ হয়ে গিয়েছে। কৃষ্ণেন্দুবাবু বলেন, ‘‘প্রথম দিকে দেখে শিখে লিখতে শুরু করেছিলাম। এখন নেশায় পরিণত হয়েছে। শুধু মল্লারপুর ১নং গ্রাম পঞ্চায়েত নয়, আশপাশের বেশ কয়েকটি গ্রামে কোথায় কার মৃত্যু হচ্ছে তা জানতে মাঝেমধ্যেই খাতা পেন নিয়ে বের হতে হয় আমাকে। মৃত্যুর কারণ কী তাও খতিয়ে দেখে ডায়েরিতে লিপিবদ্ধ করি। তার এই কার্যকলাপের ফলে বর্তমানে সে বাস্তবের চিত্রগুপ্ত হিসেবেও পরিচিত।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাস্তবের চিত্রগুপ্ত ! ৫০ বছর ধরে লিখে চলেছেন মানুষের পাপ-পুণ্যের হিসেব, চিনে নিন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল