আমেরিকার মন্টানায় ভয়াবহ বিমান দুর্ঘটনা ! বিমানবন্দরের ভিতরেই ভেঙে পড়ল বিমান, দেখুন ভিডিও
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Plane Crashes At Kalispell City Airport In Montana: সোমবার মন্টানার একটি বিমানবন্দরে অবতরণের সময় একটি ছোট বিমান দাঁড়িয়ে থাকা অন্য একটি বিমানের উপর ভেঙে পড়ে। যার ফলে বড় ধরনের আগুন লেগে যায় বিমানবন্দরে।
ক্যালিস্পেল: ফের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ঘটল আমেরিকায়। মন্টানা বিমানবন্দরের ভিতরেই ভেঙে পড়ল বিমান ৷ বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি বিমানের উপর ভেঙে পড়ল অন্য একটি বিমান ৷ সোমবার মন্টানার একটি বিমানবন্দরে অবতরণের সময় একটি ছোট বিমান দাঁড়িয়ে থাকা অন্য একটি বিমানের উপর ভেঙে পড়ে। যার ফলে বড় ধরনের আগুন লেগে যায় বিমানবন্দরে। পরে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই ঘটনায় হতাহতের এখনও পর্যন্ত কোনও তথ্য এখনও মেলেনি। আমেরিকার মন্টানার ক্যালিস্পেল সিটি এয়ারপোর্টে (Kalispell City Airport) এই দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনাস্থলের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় । ভিডিওতে দেখা যাচ্ছে, পর পর কয়েকটি বিমান দাঁড়িয়ে রয়েছে। আর তার ঠিক পাশেই দু’টি বিমানে আগুন লেগে গিয়েছে।
advertisement
advertisement
জানা গিয়েছে, একটি ছোট বিমান বিমানবন্দরে নামার চেষ্টা করছিল। সেই সময়ই বিপত্তি ঘটে। সরাসরি আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি বিমানের উপর আছড়ে পড়ে বিমানটি। সিঙ্গল ইঞ্জিনের ছোট বিমানটিতে চার জন যাত্রী সওয়ার ছিলেন।
advertisement
🚨 BREAKING: A plane has just crashed into another plane at Kalispell Airport in Montana, creating a massive fireball, per KOAX
No word on casuaIties yet, but a MAJOR rescue operation is underway.
Pray for the occupants of each plane 🙏🏻 pic.twitter.com/Ej4Eq1Du8y
— Nick Sortor (@nicksortor) August 11, 2025
advertisement
স্থানীয় সময় সোমবার দুপুর ২টো নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। ক্যালিস্পেলের পুলিশ চিফ জর্ডান ভেনেজিও জানিয়েছেন, হতাহতের খবর জানা যায়নি এখনও পর্যন্ত। ফেডারেল এভিয়েশেন অ্যাডমিনিস্ট্রেন পরিস্থিতির উপর নজর রাখছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 12, 2025 9:50 AM IST