বহরমপুর নিয়ে সাংগঠনিক বৈঠকে একাধিক বার্তা অভিষেকের, ‘বৃক্ষ, ফলই তোমার পরিচয়...!’ কেন বললেন হুমায়ুন?
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
সূত্রের খবর, ভরতপুরের বিধায়ক হুমায়ূন কবীরকে একেবারে মুখে কুলুপ দিতে বলাহয়েছে। সমস্যার কথা এবং দাবি দাওয়া সব শুনেছেন। কিন্তু বাইরে একটা কথাও না বলতে বলা হয়েছে তাঁকে।
আবীর ঘোষাল, কলকাতা: বহরমপুর নিয়ে সাংগঠনিক বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেই বৈঠকে বুঝিয়ে দেওয়া হয়েছে একে অপরের বিরুদ্ধে বেশি কথা না বলে চুপচাপ কাজ করার বার্তা। কয়েকজনের অতিরিক্ত কথায় নানা সমস্যা তৈরি হয়। সীমান্তবর্তী এলাকা ফলে বাংলা ভাষা নিয়ে আন্দোলন চলছে তাতে সবচেয়ে বেশি জোর দিতে বলা হয়েছে।
সূত্রের খবর, ভরতপুরের বিধায়ক হুমায়ূন কবীরকে একেবারে মুখে কুলুপ দিতে বলাহয়েছে। সমস্যার কথা এবং দাবি দাওয়া সব শুনেছেন। কিন্তু বাইরে একটা কথাও না বলতে বলা হয়েছে তাঁকে। প্রসঙ্গত বিগত কয়েকমাস ধরে তাঁর নানা কথায় বিতর্ক দানা বাঁধছিল। বিধানসভার শৃঙ্খলা রক্ষা কমিটি তাকে বারবার ডেকে সতর্ক করলেও কথা বলা থেকে বিরত থাকেননি হুমায়ুন। অভিষেকের সঙ্গে বৈঠক সেরে বেরনোর সময় তার মুখে একটাই কথা ছিল, ‘বৃক্ষ, ফলই তোমার পরিচয়।’ একাধিক ইস্যু নিয়ে সংবাদমাধ্যম তাঁকে প্রশ্ন করলেও, ‘নো কমেন্টস’ বলে সবটা এড়িয়ে গিয়েছেন তিনি। সূত্রের খবর নিজেদের মধ্যে সমস্যা না তৈরি করে চুপচাপ সাংগঠনিক কাজ সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। জনপ্রতিনিধিদের আরও বেশি করে জনসংযোগ জোর দিতে বলা হয়েছে।
advertisement
advertisement
গত লোকসভায় বহরমপুর আসন জিতে নিয়েছে তৃণমূল কংগ্রেস। অধীর চৌধুরীকে তাঁর দূর্গে পরাস্ত করেছে তৃণমূল। এই সাংগঠনিক জেলায় অবশ্য হুমায়ুনের আলটপকা মন্তব্য ছাড়া তেমন সমস্যা নেই। জেলা সভাপতি অপূর্ব সরকারের সঙ্গে তাঁর দূরত্ব সর্বজনবিদিত। সাংগঠনিক জেলার সেই সব নেতাদের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।সাংগঠনিক বৈঠকে অবশ্য সীমান্তবর্তী এলাকায় SIR নিয়ে প্রচারে জোর দিতে বলা হয়েছে। পাশাপাশি পরিযায়ী শ্রমিক হিসাবে বহু মানুষ এই জেলা থেকে কাজ করতে ভিন রাজ্যে যান। ফলে তাদের ব্যাপারেও নিয়মিত খোঁজ রাখা। কী ধরণের অসুবিধার সম্মুখীন তাদের হতে হচ্ছে, সেই বিষয়েও জোরদার প্রচার সারতে বলা হয়েছে। পাশাপাশি পাড়ায় সমাধান নিয়েও প্রচারে জোর দিতে বলা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 12, 2025 9:18 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বহরমপুর নিয়ে সাংগঠনিক বৈঠকে একাধিক বার্তা অভিষেকের, ‘বৃক্ষ, ফলই তোমার পরিচয়...!’ কেন বললেন হুমায়ুন?










