TRENDING:

East Bardhaman News: টানা বৃষ্টিতে কতটা ক্ষতির মুখোমুখি বর্ধমান...! সরেজমিনে দেখতে সরকারি দল, ক্ষতির পরিমাণ জানলে আপনিও চমকে যাবেন

Last Updated:

ভেঙে পড়েছে অসংখ্য মাটির বাড়ি, নষ্ট হয়েছে ধানের বীজতলা, এমনকি বেশ কিছু জায়গায় ছোট নদী ও সেচ খালের ওপরের সেতুও ভেঙে পড়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেমারি: পশ্চিমবঙ্গে কয়েকদিনের একটানা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। জেলায় জেলায় ভেঙে পড়েছে অসংখ্য মাটির বাড়ি, নষ্ট হয়েছে ধানের বীজতলা, এমনকি বেশ কিছু জায়গায় ছোট নদী ও সেচ খালের ওপরের সেতুও ভেঙে পড়েছে। অন্যান্য জায়গার মত পূর্ব বর্ধমানের একাধিক জায়গাতেও বর্ষণের ফলে ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতি সরেজমিনে পরিদর্শনের জন্য নবান্নের নির্দেশে আইএএস পদমর্যাদার বিভিন্ন দফতরের সচিব ও কমিশনারদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের দল রাজ্যের চারটি জেলায় পাঠানো হয়েছে। পূর্ব বর্ধমান জেলাতেও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে আসে একটি দল।
advertisement

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কয়েকদিনের বৃষ্টি পূর্ব বর্ধমান জেলায় ১১৫ হেক্টর বীজতলা জলে নষ্ট হয়ে গেছে। প্রায় ১৪২ টি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৫০০টির মত বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও বেশ কিছু গ্রামীণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিন পূর্ব বর্ধমান জেলার মেমারি দু’নম্বর ব্লকে বর পলাশন দু-নম্বরই পঞ্চায়েতের বিলবাড়ি ও করুরি গ্রামেও ক্ষয়ক্ষতি সরজমিনা পরিদর্শন করে একটি দল।

advertisement

আরও পড়ুন: ৪ লাখ চারা বিলি…! শুধু বৃক্ষরোপণ নয়, রয়েছে এক মহৎ উদ্দেশ্য

এদিন বিলবাড়ি ও করুরি গ্রামে পরিদর্শনে যান ক্রেতা ও সুরক্ষা দফতরের সচিব নিলাম মিনা, ভূমি দফতরের অধিকর্তা ( রেকর্ড ও সমীক্ষা) বিভু গোয়েল সঙ্গে ছিলেন জেলার অতিরিক্ত জেলাশাসক (ভূমি) ও এসডিও (বর্ধমান দক্ষিণ)। প্রথমে পারহাটিতে মেমারি দু’নম্বর ব্লক দফতরে যায় দলটি এবং সেখান থেকে তারা প্রথমে বিলবাড়ি গ্রামে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। গ্রামবাসীদের দাবি বৃষ্টি হলেই বাঁকার জল উঠছে গ্রামে ঢুকে পড়ে তারপর কয়েকদিনের টানা বৃষ্টির জন্য বেশ কয়েকটি বাড়ির বেহাল দশা হয়ে পড়েছে। এক গ্রামবাসী জানান, তাদের রাতে বাড়িতে থাকতে নিষেধ করা হয়েছে। গ্রামের একটি প্রাথমিক স্কুলে রাত কাটানোর পরামর্শ দিয়েছে দলটি কারণ যে কোন সময়ে বাড়ি ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তারা।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এরপরে করুরি গ্রামে বাঁকার ওপর একটি সেতু ভেঙ্গে গিয়েছে জানতে পেরে সেই সেতুটিও পরিদর্শনে যায় দলটি। সেতুর পাশাপাশি বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত বাড়িও সরজমিনে পরিদর্শন করেন তারা। গ্রামের পঞ্চায়েত প্রধান জানেন, ওই সেতুটি তৈরির জন্য পঞ্চায়েত থেকে চিঠি দেওয়া হয়েছে তারা সেতুটি তৈরি আশ্বাস দিয়েছেন। পাশাপাশি তিনি জানান, পরিদর্শনের রিপোর্টের পরে ক্ষতিগ্রস্তরা বাড়ি পাবে কিনা তা সরকার সিদ্ধান্ত নেবে।প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নবান্নের দলটির কাছে রিপোর্ট করেছে জেলা প্রশাসন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হাতির হানা রুখতে এবার মোক্ষম 'প্ল্যান', কালচিনি ব্লকে বসছে সোলার লাইট, ফেন্সিং
আরও দেখুন

সায়নী সরকার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: টানা বৃষ্টিতে কতটা ক্ষতির মুখোমুখি বর্ধমান...! সরেজমিনে দেখতে সরকারি দল, ক্ষতির পরিমাণ জানলে আপনিও চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল