Purba Burdwan News: বয়স কেবলই সংখ্যা! 'রান রঞ্জন রান' মন্ত্রে ম্যারাথনে ছুটছেন পঞ্চাশোর্ধ্ব ম্যাঙ্গো, অবাক করা প্রতিভা

Last Updated:

Purba Burdwan News: বয়স কেবলই সংখ্যা। তা আবারও প্রমাণ করলেন পঞ্চাশোর্ধ্ব ম্যাঙ্গো। অ্যাথলিট মিটে দুর্দান্ত সফলতা অর্জন করেছেন বর্ধমানের রঞ্জন বাগ। এবার নিজের কাঁধে তুলে নিয়েছেন ভবিষ্যতের অ্যাথলিক তৈরির কাজ।

+
রঞ্জন

রঞ্জন বাগ

পূর্ব বর্ধমান, সায়নী সরকার: বয়সটা শুধু সংখ্যা মাত্র তা প্রমান করেছেন বর্ধমানের ম্যাঙ্গো। ক্লাস নাইনে বন্ধুর হাত ধরে শুরু মাঠে আসা, তারপর থেকেই ধীরে ধীরে ধ্যান জ্ঞান হয়ে যায় খেলাধুলা। সালটা ১৯৯৯, প্রতিদিনের মতো সকালে মাঠে দৌড়াতে এলে হঠাৎ এক ব্যক্তি তাকে বলেন মুর্শিদাবাদে ম্যারাথন হচ্ছে অংশ গ্রহণ করবেন? ব্যাস এরপর থেকেই শুরু হয় নিজের চেনা মাঠ ছেড়ে অচেনা মাঠে দৌড়। তারপর আর থামেননি তিনি। আজ বয়স পঞ্চাশেরও বেশি কিন্তু সমান তালে ছুটে চলেছেন।
ইচ্ছাশক্তি আর নিজের চেষ্টার ফলে জিতেছেন, পেয়েছেন একের পর এক সাফল্য। আজও একাধিক ম্যারাথনে অংশ গ্রহণ ও ভাল র‍্যাঙ্ক করছেন বর্ধমানের ম্যাঙ্গো। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ১ ব্লকের অন্তর্গত ফাগুপুর এলাকার বাসিন্দা রঞ্জন বাগ ওরফে ম্যাঙ্গো। বয়স যে কোনো বাধা নয় তা বারবারই প্রমাণ করেছেন তিনি। বয়স পঞ্চাশেরও বেশি কিন্তু আজও সমান তালে ছুটে চলেছেন তিনি। ‘রান রঞ্জন রান’ এটাই যেন তার জীবনের মন্ত্র। জিতেছেন একের পর এক প্রতিযোগিতা। নিজের কাঁধে তুলে নিয়েছেন ভবিষ্যতের অ্যাথলিক তৈরির কাজ। তার হাত ধরেই উঠে এসেছে অনেক তরুণ প্রতিভা।
advertisement
আরও পড়ুনঃ পুলিশের মানবিক রূপ! বিরল রোগে আক্রান্ত শিশুর জন্য যা করলেন কান্দির আইসি, গর্বিত সকলে
১৯৯৯ সাল থেকে বিভিন্ন মিটে দৌড়বিদ হিসাবে অংশ নিচ্ছেন। মিলেছে একাধিক সাফল্য। তবে সম্প্রতিক সময় বড় সাফল্য এসেছে ২০২৩ সালে। কিছুদিন আগে এশিয়া অ্যাথলিট মিটেও যোগ দিয়েছিলেন তিনি। সব কিছুর পরেও বাঁধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক সমস্যা, নেই ভাল জুতো, প্রতিযোগিতা ময়দানে যাওয়ার জন্য জোগাড় হয় না টাকা। যদিও তার কিছু বন্ধু ও পরিচিত মানুষ যতটা পারে তাকে সাহায্য করেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ লুচি, পুরি অতীত! ভোজন রসিক বাঙালির পাত দখল করছে দক্ষিণের পদ! কম খরচে পেট ভরে স্বাস্থ্যকর জলখাবার
ম্যাঙ্গো  জানান, ছোট থেকেই অ্যাথলেটিক নিয়ে কাজ করছেন। এটাই নেশা এবং পেশা। ব্যক্তিগত ভাবে বিভিন্ন মিটে অংশগ্রহণ ছাড়াও আগামীর জন্য অ্যাথলিট তৈরি করার দায়িত্ব নিয়েছেন তিনি। মেমারি এবং জামালপুরে তিনি প্রশিক্ষক হিসাবে ছেলেমেয়েদের তৈরি করছেন। এই দুটি ক্যাম্প থেকে বেশ কয়েকজন সম্প্রতি রাজ্য স্তরে খেলতে গিয়েছে। এই সব ক্যাম্প থেকে পাওয়া সামান্য উপার্জনেই চলে তাঁর জীবন। যদি সরকার বা কোন সংস্থা তাকে সাহায্য করে তাহলে আরও অন্যান্য প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করতে পারবেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে তার আরেকটি আক্ষেপও রয়েছে। বর্তমান প্রজন্ম মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে অনেকেই আর মাঠে আসতে চাইছে না। অধিকাংশ মানুষই রঞ্জনকে চেনেন ম্যাঙ্গো নামে। তার এই ম্যাঙ্গো নামের পিছনেও রয়েছে এক মজার কাহিনি। রঞ্জন বাগের এই অনুপ্রেরণামূলক জীবনযুদ্ধের পরতে পরতে যেমন রয়েছে সাফল্য তেমনই রয়েছে এক সংগ্রামের কাহিনি। তার জীবনের দৌড়টা মসৃণ না হলেও কোন সমস্যাই তাকে দমাতে পারেনি। তিনি প্রমাণ করেছেন ইচ্ছাশক্তি থাকলে সবই সম্ভব।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Burdwan News: বয়স কেবলই সংখ্যা! 'রান রঞ্জন রান' মন্ত্রে ম্যারাথনে ছুটছেন পঞ্চাশোর্ধ্ব ম্যাঙ্গো, অবাক করা প্রতিভা
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement