Healthy Breakfast: লুচি, পুরি অতীত! ভোজন রসিক বাঙালির পাত দখল করছে দক্ষিণের পদ! কম খরচে পেট ভরে স্বাস্থ্যকর জলখাবার

Last Updated:

West Burdwan Healthy Breakfast: লুচি, পুরি, তেলেভাজা ভুলে বাঙালি মজেছে দক্ষিণের স্বাদে। চেটেপুটে খাচ্ছে ধোসা, ইডলি-সহ নানান দক্ষিণী পদ। কম খরচে পেট ভরে স্বাস্থ্যকর জলখাবার।

+
রাস্তার

রাস্তার ধারে তৈরি হচ্ছে ইডলি ধোসা

দুর্গাপুর, পশ্চিম মেদিনীপুর, দীপিকা সরকার: শিল্পাঞ্চলের জনপ্রিয় নাস্তা লুচি, পুরি ও পরোটার-সহ নানান তেলেভাজা থেকে কি মুখ ফিরিয়ে নিচ্ছেন স্বাস্থ্য সচেতন শহরবাসী! তেলেভাজা থেকে সরে দক্ষিণী খানায় বাড়ছে ঝোঁক। জলখাবার থেকে মধ্যাহ্ন ভোজন বা নৈশভোজের থালিতে থাকছে সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার ধোসা, ইডলি-সহ নানান দক্ষিণী পদ।
শহরের অলিগলি থেকে মোড়ের মাথায় কিংবা বাজার-সহ অভিজাত এলাকায় স্ট্রিট ফুড থেকে রেস্তোরাঁয় মিলছে দক্ষিণ ভারতের জনপ্রিয় খাবারের নানান আইটেম। চাহিদা থাকায় রাস্তার ধারে ঠেলাগাড়ি থেকে বড় বড় রেস্তোরাঁয় ওই খাবার খেতে ভিড় করছেন স্বাস্থ্য সচেতন মানুষ, দাবি ব্যবসায়ীদের। গত কয়েক বছরে দক্ষিণী খাবারের দোকান হু হু করে বেড়ে চলেছে শিল্পাঞ্চল দুর্গাপুরে।
advertisement
আরও পড়ুনঃ বারুইপুরে হাজির মস্ত কিংকং! সার্কাসে গোরিলার সঙ্গে সেলফি তোলার সে কী হিড়িক, রয়েছে রাশিয়ান দম্পতির চমক
শিল্পাঞ্চল জুড়ে রয়েছে বহু ছোট বড় কলকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান, সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান। তাই বহু মানুষ কর্মসূত্রে এই শহরে আসেন নিত্যদিন। শহরবাসীর ব্যস্ত জীবনে ব্রেকফাস্ট হোক বা স্ট্রিট ফুডের চাহিদা ব্যাপক রয়েছে। যার কারণে রাস্তার ধারে ঠেলাগাড়ি থেকে হোটেল, রেস্তোরাঁয় ভিড় করেন চাকুরিজীবী বা কর্মজীবী মানুষ। সাধারণত জলখাবার বলতে শহরে মেলে লুচি, পুরি, পরোটা অথবা চপ মুড়ি৷ ওই সমস্ত খাবারে তেলের পরিমাণ বেশি হওয়ায় তা প্রতিদিন খাওয়া মোটেই স্বাস্থ্যকর নয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ  শান্ত জলের তলায় লুকিয়ে মৃত্যুর ইতিহাস! শূলি পুকুর থেকে ‘জীবন সায়র’ হয়ে ওঠার রোমহর্ষক কাহিনি জানেন না অনেকেই
পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের সিটি সেন্টার, বিধাননগর ও বেনাচিতি বাজার এলাকায় প্রায় ৩০-৪০ বছর ধরে দক্ষিণ ভারতের জনপ্রিয় খাবারের তিনটি রেস্তোরাঁ রয়েছে। ওই রেস্তোরাঁ গুলিতে মেলে ইডলি- সাম্বর, দোসা, উপমা, দইবড়া ইত্যাদি দক্ষিণ ভারতের নানান লোভনীয় পদ। এই ঐতিহ্যবাহী দক্ষিণ ভারতীয় খাবারগুলি সুজি, চালের গুড়ো দিয়ে তৈরি করা হয়। সাম্বারে ডাল-সহ নানান শাকসবজি, কারিপাতা ইত্যাদি থাকে। তেল প্রায় থাকে না বললেই চলে। তাই এই সমস্ত নাস্তাগুলি স্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শহরের অলিতে-গলিতে ঠেলাগাড়ি নিয়ে এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে ইডলি, ধোসা-সহ সাউথ ইন্ডিয়ান খাবারগুলি বর্তমানে বিক্রি করছেন বহু মানুষ। শহরবাসীর মধ্যে চাহিদা থাকায় দক্ষিণ ভারতের বেশ কিছু ব্যবসায়ী এই ব্যবসা জমিয়ে তুলতে শহরে হাজির হয়েছেন।
অন্যান্য তেলেভাজা খাবারের চেয়ে দামেও অনেক সস্তা হওয়ায় পেট ভরে খাওয়া যায় এই সমস্ত খাবার। যার কারণে আরও বেশি আকৃষ্ট হচ্ছেন মানুষ। গরমকাল হোক বা শীতকাল সারা বছর এই খাবারের চাহিদা রয়েছে শিল্পাঞ্চলে। ধীরে ধীরে দক্ষিণী খানায় মজছে শহরবাসী।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Healthy Breakfast: লুচি, পুরি অতীত! ভোজন রসিক বাঙালির পাত দখল করছে দক্ষিণের পদ! কম খরচে পেট ভরে স্বাস্থ্যকর জলখাবার
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement