তাদের পক্ষ থেকে ইতিমধ্যে গ্ৰামের বিভিন্ন এলাকায় সোলার লাইট বসানোর কাজ শুরু হয়েছে। এখনও পর্যন্ত দুটি গ্ৰামে চল্লিশটি সোলার লাইট বসানো হয়েছে। উত্তর লতাবাড়ি এলাকায় সোলার লাইটের উদ্বোধন করেন আলিপুরদুয়ার জেলাপরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব। এছাড়া বনদফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বন দফতরের হ্যামিলটনগঞ্জ রেঞ্জ অফিসার অর্ণব দাস জানান, হাতির দল একজায়গায় থাকেনা।
advertisement
আরও পড়ুন : ১৪ বছরের তিন বান্ধবী একসঙ্গে উধাও, জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে নিখোঁজ! শিলিগুড়িতে তোলপাড়, খুঁজছে পুলিশ
তাঁর কথায়, হাতিরা একজায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়। আর যাওয়ার সময় কৃষকদের জমির ফসল ঘরবাড়ি সব নষ্ট করে। কৃষকদের পক্ষ থেকে বারবার অভিযোগ জানানো হয়। বিশেষ করে উত্তর লতাবাড়ি এবং গুদামডাবরি এলাকা হাতির হানায় ক্ষতিগ্রস্ত। রোজ এই দুই এলাকায় হাতি দেখা যায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই জন্য কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন সোলার চালিত ফেনসিং, সোলার লাইট বসানো হচ্ছে বন দফতরের পক্ষ থেকে। রেঞ্জ অফিসার আরও জানান, “হাতিকে তো আটকে রাখা সম্ভব না। তবে তারা যাতে ভয় পায়, সেই ব্যবস্থা করা যেতে পারে। যার জন্য সোলার লাইট ও ফেনসিং ঝোলানো হচ্ছে। কৃষকদের জমি সুরক্ষিত রাখা হচ্ছে।”





