ফের রাজপথে মমতা! এবার সভা করবেন মতুয়া অধ্যুষিত বনগাঁয়!

Last Updated:

এসআইআর প্রক্রিয়া ঘিরে রাজ্যে রাজনৈতিক তরজা ক্রমেই বাড়ছে। এবার সেই ইস্যু নিয়ে ফের পথে নামতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এসআইআর নিয়ে ফের পথে মমতা
এসআইআর নিয়ে ফের পথে মমতা
কলকাতা: এসআইআর প্রক্রিয়া ঘিরে রাজ্যে রাজনৈতিক তরজা ক্রমেই বাড়ছে। এবার সেই ইস্যু নিয়ে ফের পথে নামতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী মঙ্গলবার উত্তর ২৪ পরগনার মতুয়াগড়ে মিছিল করবেন মমতা। মিছিল শেষে বেলা একটা নাগাদ তাঁর সভা হওয়ার কথা বনগাঁর ত্রিকোণ পার্কে।
এই প্রসঙ্গে, তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে এসআইআর নিয়ে যে পরিমাণ তাড়াহুড়ো চলছে ফলে সাধারণ মানুষ থেকে প্রশাসনিক মানুষদের উপর অস্বাভাবিক চাপের সৃষ্টি হচ্ছে।
advertisement
আরও পড়ুন: নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী খুনে এবার বাজেয়াপ্ত অভিযুক্ত বিবেকানন্দ সরকারের মোবাইল
এসআইআর নিয়ে শাসকদলের অভিযোগ, এসআইআর-এর মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়াকে যেভাবে দ্রুত শেষ করার নির্দেশ দেওয়ার ফলে বহু প্রকৃত ভোটারের নাম বাদ গড়ে যাওয়ার আশঙ্কা রয়ে যাচ্ছে। বহুক্ষেত্রেই বুথ লেভেল অফিসারদের (বিএলও)-দের উপর কাজের প্রবল চাপ বাড়ছে। একইসঙ্গে তৃণমূল কংগ্রেসের আরও অভিযোগ গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যে একাধিক অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সেই বিষয় নিয়েও সরব হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
আরও পড়ুন: প্রো পাওয়ারলিফটিংয়ে বিশ্বমঞ্চে উঠছেন কলকাতার অদিতি নন্দী!
রাজনৈতিক মহলের মত, মঙ্গলবারের মিছিল এবং সভা এসআইআরের নিয়ে তৃণমূলের অবস্থানকে আরও জোরদার করে তুলবে। কারণ, মতুয়াগড়ে মমতার উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ বনগাঁ এবং ওই সংলগ্ন একাকায় বড় সংখ্যায় মতুয়া ভোটাররা বাস করেন। যাদের একটা অংশ ইতিমধ্যেই নথিপত্র যাচাই নিয়ে উদ্বিগ্ন। ফলে মমতার বার্তা সরাসরি এই অঞ্চলেই দলের রাজনৈতিক অবস্থানকে জোরদার করে তুলতে পারে।
advertisement
উল্লেখ্য, এসআইআর শুরুর মুখে কলকাতার পথে মিছিল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ফের রাজপথে মমতা! এবার সভা করবেন মতুয়া অধ্যুষিত বনগাঁয়!
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement