জন্মছকে রাহু-কেতুর অবস্থানেই তৈরি হতে পারে মারণ 'মার্কেশ যোগ'! অসুস্থতা থেকে দুর্ঘটনায় জেরবার হতে পারেন কারা? জেনে নিন
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, যদি রাহু এবং কেতু রাশিচক্রের শুভ গ্রহের সঙ্গে মিলিত হয়, তা হলে ফকিরকেও রাজা করে দিতে পারে। কিন্তু রাহু এবং কেতু অশুভ গ্রহের সঙ্গে মিলিত হলে তাদের প্রভাব হয়ে ওঠে ধ্বংসাত্মক। মার্কেশ কথার অর্থ, মৃত্যুর মতো কষ্টের। রাহু এবং কেতু কারও রাশিচক্রে মার্কেশ হলে, সেই ব্যক্তিকে ভয়াবহ কষ্টের মুখে পড়তে হয়। কিন্তু কী ভাবে ঘটে এই ঘটনা?
advertisement
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, যদি রাহু এবং কেতু রাশিচক্রের শুভ গ্রহের সঙ্গে মিলিত হয়, তা হলে ফকিরকেও রাজা করে দিতে পারে। কিন্তু রাহু এবং কেতু অশুভ গ্রহের সঙ্গে মিলিত হলে তাদের প্রভাব হয়ে ওঠে ধ্বংসাত্মক। মার্কেশ কথার অর্থ, মৃত্যুর মতো কষ্টের। রাহু এবং কেতু কারও রাশিচক্রে মার্কেশ হলে, সেই ব্যক্তিকে ভয়াবহ কষ্টের মুখে পড়তে হয়। কিন্তু কী ভাবে ঘটে এই ঘটনা?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কী ভাবে মার্কেশের প্রভাব কাটাবেন?মন্ত্রপাঠ করুনআপনার রাশিচক্রে রাহু বা কেতু অশুভ হয়ে উঠলে, শান্তির জন্য কিছু প্রতিকার অত্যন্ত কার্যকর বলে মনে করা হয়। ‘ওঁ রাম রহবে নমঃ’ জপ করলে রাহু শান্ত হয়। দুর্গা চালিশা পাঠ করলে রাহুর কারণে দুঃখের উপশম হয়। কেতুর জন্য, ‘ওঁ কেঁ কেতবে নমঃ’ মন্ত্র জপ করলেও উপকার মেলে। গণেশ অথর্বশীর্ষ পাঠ করলে কেতুর অশুভ প্রভাব কমে।
advertisement
advertisement
advertisement
advertisement











