TRENDING:

Hooghly News: পুরসভার মাঠে নিষেধাজ্ঞা! ফুটবল হাতে জার্সি গায়ে বিক্ষোভে ৮থেকে ৮০

Last Updated:

কোন্নগর জোরাপুকুর এলাকায় খেলার মাঠে প্রবেশ নিষেধ করেছে পুরসভা। মাঠে খেলতে দিতে হবে এই দাবীতে ছোটোদের হাতে বল দিয়ে কোন্নগর স্টেশন থেকে জিটি রোড সংযোগকারী রাস্তা অবরোধ করে স্থানীয়রা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: কোন্নগর জোরাপুকুর এলাকায় খেলার মাঠে এলাকার বাসিন্দা ছোটো ছেলেরারা ফুটবল খেলে, প্রবীনরা মর্নিং ওয়াক করেন। সেই মাঠেই প্রবেশ নিষেধ করেছে পুরসভা। এর ফলে মাঠে খেলতে বা হাঁটতে পারছে না কেউ। মাঠে খেলতে দিতে হবে এই দাবীতে ছোটোদের হাতে বল দিয়ে কোন্নগর স্টেশন থেকে জিটি রোড সংযোগকারী রাস্তা অবরোধ করে স্থানীয়রা।
advertisement

আরও পড়ুন: চুঁচুড়ার রূপনগরের গঙ্গার পার এখন বোলপুরের এক টুকরো সোনাঝুরি!

কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাসের দাবি,পুরসভা মাঠটা তৈরি করেছে কয়েক লক্ষ টাকা দিয়ে। আইএফএ এর লিগের খেলা হবে এই মাঠে।মাঠ ঠিক না থাকলে খেলা দেবে না আইএফএ।তিনি বলেন  আমরা চাই ভালো খেলা দেখতে পাক কোন্নগরের মানুষ। এটা কোন্নগরের গর্ব। অথচ কিছু মানুষ উদ্দেশ্য প্রণোদিত ভাবেএসব করছে।জোরাপুকুর মাঠ ছাড়াও কোন্নগরে আরও মাঠ আছে সেখানে খেলবে না”।মাঠ দেখিয়ে কোচিং সেন্টার চলে বলেও অভিযোগ করেন চেয়ারম্যান।

advertisement

আরও পড়ুন: হুগলির শীতলা পুজোর ফেসবুক পেজ হ্যাকড! ছড়াল আপত্তিকর ছবি, মেসেজ

View More

স্থানীয় বাসিন্দা সমরেন্দ্রনাথ মুখার্জি বলেন,অজ্ঞাত কারণে মাঠে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।খেলাধুলার মাধ্যমে শরীর চর্চার জায়গা ছিল এই মাঠ।বহু প্রবীণ মানুষ মাঠে হাঁটতে আসেন।তাদের স্বাস্থ্যের কথা এবং ছোটো বাচ্চাদের খেলা ধূলার মাধ্যমে মানসিক বিকাশের দিকটাও ভাবা উচিত পুরসভার।আমরা আজ বিক্ষোভ করেছি।পরবর্তীকালে যথাযোগ্য স্থানে বিষয়টি জানাবো।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

চেয়ারম্যান স্বপন দাস মনে করেন সামনে ভোট তাই রাজনৈতিক উদ্দেশনিয়ে মাঠকে ব্যবহার করা হচ্ছে। বিক্ষোভকারীদের যদিও ভিন্ন মত।

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: পুরসভার মাঠে নিষেধাজ্ঞা! ফুটবল হাতে জার্সি গায়ে বিক্ষোভে ৮থেকে ৮০
Open in App
হোম
খবর
ফটো
লোকাল