Facebook Page Hacked: হুগলির শীতলা পুজোর ফেসবুক পেজ হ্যাকড! ছড়াল আপত্তিকর ছবি, মেসেজ
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Facebook Page Hacked from Pakistan হুগলির চুঁচুড়া কনকশালী নন্দীপাড়ার শীতলা পুজো ঘিরে শোরগোল। পুজো কমিটির অভিযোগ, পাকিস্থানের করাচি থেকে হ্যাক করা হয়েছে হুগলির শীতলা পুজোর ফেসবুক পেজ। সুবিচার চেয়ে থানার দ্বারস্থ পুজো কমিটি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির চুঁচুড়া কনকশালীর নন্দীপাড়ায়।
হুগলি: হুগলির চুঁচুড়া কনকশালী নন্দীপাড়ার শীতলা পুজো ঘিরে শোরগোল। পুজো কমিটির অভিযোগ, পাকিস্থানের করাচি থেকে হ্যাক করা হয়েছে হুগলির শীতলা পুজোর ফেসবুক পেজ। সুবিচার চেয়ে থানার দ্বারস্থ পুজো কমিটি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির চুঁচুড়া কনকশালীর নন্দীপাড়ায়।
হুগলির চুঁচুড়া কনকশালী নন্দীপাড়ার শীতলা পুজো কমিটির নামে একটি ফেসবুক পেজ চলে। এই পেজের অ্যাডমিন ছিলেন সুমন মালিক। গত ৯২ বছর ধরে ধূমধাম করে পুজো হয় কনকশালীতে, এবারও ঠিক একইভাবে পুজো হয়েছে। রবিবার পুজোর ভোগও খাওয়ানো হয়।
advertisement
advertisement
পুজো কমিটির সদস্য সুমন মালিক জানালেন, ‘‘গত ৫ তারিখ তাঁরা দেখেন পুজো কমিটির ফেসবুক হ্যাক হয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ মেটা’য় মেল করে তারা জানতে পারেন হ্যাকারদের আইপি অ্যাড্রেস পাকিস্তানের করাচির।’’ হ্যাকাররা পেজের নিয়ন্ত্রণ তাদের হাতে নিয়ে আপত্তিকর ছবি, সাম্প্রদায়িক উস্কানি মূলক মন্তব্য ছড়াতে থাকে বলেই অভিযোগ পুজো কমিটির। বাংলাদেশ থেকেও সক্রিয় হ্যাকাররা বলেই জানা গিয়েছে।
advertisement
পুজো কমিটির অন্য এক সদস্য চরন চক্রবর্তীর দাবি, ‘‘পুজো কমিটির অফিসিয়াল পেজে ঠাকুরের পুজোর অনেক ছবি ভিডিও ছিল সেগুলো উদ্ধার করা যাবে কিনা জানি না। আমরা চাই পুজো কমিটির ফেসবুক যেন আগের অবস্থায় ফিরে পাই। কারন বহু ফলোয়ার রয়েছে আমাদের। তাদের কাছে আপত্তিকর ছবি, ভিডিও পাঠানো হচ্ছে। অনেককে ব্লক করা হয়েছে ইতিমধ্যেই।’’এই মর্মেই চুঁচুড়া থানা ও চন্দননগর পুলিশের সাইবার থানায় অভিযোগ জানানো হয়েছে।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 09, 2024 1:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Facebook Page Hacked: হুগলির শীতলা পুজোর ফেসবুক পেজ হ্যাকড! ছড়াল আপত্তিকর ছবি, মেসেজ