Hooghly News: চুঁচুড়ার রূপনগরের গঙ্গার পার এখন বোলপুরের এক টুকরো সোনাঝুরি!

Last Updated:

হুগলির চুঁচুড়ায় ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের ও চুঁচুড়া পৌরসভার উদ্যোগে রূপনগর টেনিস গ্রাউন্ডের পাশে বসেছে শান্তিনিকেতনের আদলে এক টুকরো সোনাঝুরির হাট ।

+
সোনাঝুরি

সোনাঝুরি হাটের মতনই হাট বসেছে চুঁচুড়ায়

হুগলি: শান্তিনিকেতন ঘুরতে গেলে সোনাঝুরি হাট ঘুরতে যায় না, এরকম মানুষের সংখ্যা খুবই কম। সোনাঝুরি হাটে বিক্রি হওয়া সমস্ত সামগ্রী কিনতে মানুষের ভিড় থাকে প্রায় প্রতিদিনই। এইবার ঘরের পাশেই মিলবে সোনাঝুরি হাট। হুগলির চুঁচুড়ায় ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের ও চুঁচুড়া পৌরসভার উদ্যোগে রূপনগর টেনিস গ্রাউন্ডের পাশে বসেছে শান্তিনিকেতনের আদলে এক টুকরো সোনাঝুরির হাট । নয় দিন বিকেল থেকে রাত পর্যন্ত চলবে রূপনগর মাঠে।
মন চাইছে সোনাঝুরির হাটে গিয়ে গ্রাম বাংলার হাতের কাজের জিনিস, পছন্দের শাড়ি, অলংকার বা ঘর সাজানোর জিনিস কিনতে, তাহলে আর চিন্তা নেই।আপনার শহরে যাতায়াতের ক্ষেত্রে বেশি সময় লাগবে না। কারণ এখন সোনাঝুরি আর বীরভূমের শান্তিনিকেতনেই শুধু নয়, গোটা সোনাঝুরির হাট-ই বসছে চুঁচুড়ায়।সন্ধ্যা নামতেই উপচে পড়ছে ভিড় হবে বলছেন মেলা উদ্যোক্তা। কী নেই সেখানে! ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে হ্যান্ডলুম শাড়ি, কাঁথা স্টিচ, নকশা করা শাড়ি-শার্ট, নানা ধরনের অলংকার, মহিলাদের ব্যবহারের ব্যাগ, চাদর, এমনকি খাওয়ার নানা উপকরণের বড়িও পেয়ে যাবেন একদম হুবহু সোনাঝুরির মতোই আমেজ উপভোগ করতে পারবেন এখানে। বিভিন্ন প্রান্ত থেকে শিল্পী বিক্রেতারা এসেছেন নিজেদের জিনিসের সম্ভার নিয়ে। চুড়িদার থেকে ঘর সাজানোর জিনিস, পাপড় থেকে শুরু করে একতারা সব কিছুই পাওয়া যাচ্ছে সোনাঝুরির এই হাটে।
advertisement
advertisement
আদিবাসী নিত্য হস্তশিল্পের ঘর সাজানোর দ্রব্য লোকসংগীত এর যন্ত্র সবই রয়েছে এই হাটে। ঠিক যেমনটা হয় সোনাঝুরি হাট তেমনি অবিকল সোনাঝুরি হাটের মতোই করে সেজে উঠেছে। মেলায় ঘুরতে আসা মহিলারা আদিবাসী নৃত্যের তালে পা মিলাচ্ছেন। বেতের কুলো পটচিত্র নানান ধরনের ছবি জামা কাপড় সবই রয়েছে এই সোনাঝুরি মেলায়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এ বছরে সোনাঝুরি হাটে স্টলের সংখ্যাও বেড়েছে। প্রথমদিনে বহু সংখ্যক মানুষের আসছেন এই মেলায়,এই দেখে বিক্রেতারা ভালই লাভবান হবেন।
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: চুঁচুড়ার রূপনগরের গঙ্গার পার এখন বোলপুরের এক টুকরো সোনাঝুরি!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement