পেলেও টয়লেটে যান না? অনেক ক্ষণ ধরে ‘প্রস্রাব’ চেপে রাখেন? জানেন কী হয় এতে…! শিউরে উঠবেন
তবে এখানেই শেষ নয়, চিকিৎসাধীন স্ত্রীর খবর পেয়ে বিপুল হাজরা রশিদপুর হাসপাতালে এসে তাঁর স্ত্রীকে মারধর করে পুনরায় দুজনেই মধ্যে গন্ডগোল শুরু হয় হাসপাতালের ভেতরেই। সেই সময় হাসপাতালের এক স্টাফ বিপুল হাজরাকে বাধা দিতে গেলে তাঁর ওপর চড়াও হয় এবং মারধর করে। এরপরেই ব্যাপক চাঞ্চল্য ছড়ালে হাসপাতালের পুলিশ ক্যাম্পের অফিসার ও কনস্টেবল এসে তাঁকে ধরে বাইরে নিয়ে যাওয়ার সময় পুলিশ অফিসার ও কনস্টেবলের উপরে চড়াও হয় এবং অফিসারের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
advertisement
৭৮৫টি সিম কার্ড! নাম এক, কিন্তু পরিচয় আলাদা! কলকাতার দেবলীনা যা কাণ্ড ঘটাল, গোটা দেশ পুরো থ…!
এই ঘটনার পরেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আহত দুই পুলিশ কর্মী এএসআই বিজয় তামাং ও পুলিশ কনস্টেবল মাইদুর মন্ডলকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করলে বর্তমানে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তাঁরা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কুশমন্ডি থানার পুলিশ।
সুস্মিতা গোস্বামী
