রবিবার সকালে মাটিয়া থানার খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর খালের ধারে মিলল এক অজ্ঞাত পরিচয়ের যুবকের দেহ। স্থানীয় বাসিন্দারা প্রথম দুর্গন্ধ পেয়ে খালের পাশের একটি পুকুরে নজর দেন। আর সেখানেই দেখা গেল সাংঘাতিক দৃশ্য। জলে ভেসে আছে এক যুবকের পচাগলা দেহ। সেই খবর হু-হু করে ছড়িয়ে পড়ে এলাকায়। জমতে শুরু করে ভিড়।
advertisement
আরও পড়ুনঃ হুগলি জেলে হইচই কাণ্ড! খুনের অভিযোগে যাবজ্জীবন সাজাপ্রাপ্তের অস্বাভাবিক মৃত্যু, কীভাবে? হতবাক সকলে
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মাটিয়া থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, দেহটি বেশ কয়েকদিন ধরেই জলে পড়ে ছিল। যার ফলে দেহে পচন শুরু হয়েছে।
এখনও পর্যন্ত মৃত যুবকের নাম ও পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩২ থেকে ৩৫ বছরের মধ্যে বলে পুলিশের ধারণা। ঘটনার তদন্ত শুরু করেছে মাটিয়া থানার পুলিশ। এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।
