খড়গপুরের বারবেডিয়ার পূর্বপাড়া এলাকায় বেআইনি মদের দোকানে হাজির হন শতাধিক মহিলা। মদের দোকানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। দোকান মালিকের বাড়িতেও চড়াও হয়ে ভাঙচুর চালায় ক্ষিপ্ত মহিলারা। ফ্রিজের মধ্যে থাকা মদের বোতল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এখানেই থামে থাকেনি তাঁরা। মদের দোকান বা দোকান মালিকের বাড়িতে ভাঙচুর করতে গেলে তাঁদের বাধা দিতে আসা এক ব্যক্তি ধরে টানা হিঁচড়া করতে দেখা যায় মহিলাদের।
advertisement
আরও পড়ুনঃ জোরকদমে শুরু ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ, ‘নো কস্ট মডেলে’ হচ্ছে খাল ও নদী সংস্কার, খুশির হাওয়া
ভেঙে ফেলা হয়েছে মদের বোতল
মহিলাদের একটাই বক্তব্য, এলাকা থেকে বেআইনি মদের দোকানগুলি সরিয়ে দিতে হবে। আর তা না হলে এর পরিণতি ভাল হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। কারণ এই মদের জেরেই বছর খানেক আগে ৩০ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। কারও স্বামী টিবিতে আক্রান্ত হয়েছে। কারও আবার লিভার খারাপ হয়েছে।
তাই এলাকাতে কোন বেআইনি মদের দোকান আর রাখতে দেবেন না তারা। এই ঘটনায় একবারে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। খড়গপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের এই ঘটনা রীতিমত প্রশ্ন তুলে দিয়েছে, জনবহুল এলাকায় কী করে রমরমিয়ে চলছে বেআইনি মদের দোকান! প্রশ্ন তুলেছেন এলাকার সাধারণ মহিলারাই।
