Ghatal Master Plan: জোরকদমে শুরু ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ, 'নো কস্ট মডেলে' হচ্ছে খাল ও নদী সংস্কার, খুশির হাওয়া

Last Updated:

Ghatal Master Plan: কালীপুজো শেষ হতেই শুরু হয়ে গিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের 'নো কস্ট মডেল'-এর খাল ও নদী সংস্কারের কাজ। দাসপুর দু'নম্বর ব্লকের শোলাটোপা খাল ও দাসপুর ১ নম্বর ও ঘাটালের শিলাবতী নদী সংস্কারের কাজ শুরু করে দিল সেচ দফতর।

ঘাটাল মাস্টার প্ল্যানের নো কস্ট মডেলের কাজ শুরু
ঘাটাল মাস্টার প্ল্যানের নো কস্ট মডেলের কাজ শুরু
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, সুকান্ত চক্রবর্তী: যেমন কথা তেমন কাজ। ঘাটাল মাস্টার প্ল্যানের ‘নো কস্ট মডেল’-এর খাল ও নদী সংস্কারের কাজ শুরু হয়েছে। দাসপুর দু’নম্বর ব্লকের শোলাটোপা খাল ও দাসপুর ১ নম্বর ও ঘাটালের শিলাবতী নদী সংস্কারের কাজ শুরু করে দিল সেচ দফতর। জোরকদমে শুরু হয়ে গেল ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ।
কালীপুজোর আগে ঘাটাল টাউন হলে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রশাসনিক বৈঠক করেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেব ও সেচ দফতরের মন্ত্রী মানস ভূঁইয়া। বৈঠক শেষে জানানো হয় পুজোর পরেই শুরু হবে নদী ও খাল সংস্কারের কাজ। কালীপুজো শেষ হতেই শুরু হয়ে গিয়েছে খাল সংস্কারের কাজ।
আরও পড়ুনঃ ছিপছিপে চেহারা, পরনে ময়লা পোশাক, পেশায় দিনমজুর আদিবাসী বৃদ্ধের ভুবন ভোলানো প্রতিভা, নিজের কানেই শুনুন
শিলাবতী নদী ২৩ কিমি খনন দাসপুর এক নম্বর ব্লকের মুর্শিদনগর থেকে শুরু হয়েছে কাজ। অপরদিকে দাসপুর ২ নম্বর ব্লকের শোলাটপা খাল ১৪.৭ কিমি খনন শুরু হয়েছে। এক কথায় ঘাটাল মাস্টার প্ল্যানের নদী খননের কাজ শুরু হল দাসপুর ১ ও ২ ব্লক সহ-ঘাটালে। দীর্ঘ প্রায় ৫০ বছর পর শোলাটোপা খাল সংস্কারের কাজ হচ্ছে। ফলে খুশির হাওয়া এলাকায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ গোখরোর ছোবলও হজম করেছেন! সাপের বন্ধু, বীরভূমের গর্ব, বিষধরদের নিয়ে কুসংস্কারের বিরুদ্ধে লড়ছেন, চিনুন অমিতকে
সেচ দফতরের তরফে জানানো হয়েছে, মোট ৩৬ খাল ও নদী খননের উদ্যোগ নিওয়া হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যানে ‘নো কস্ট মডেলে’ খাল সংস্কার করতে রাজ্য সরকারেরর কোন টাকা খরচ হচ্ছে না। উলটে টাকা জমা পড়ছে রাজ্য সরকারের তহবিলে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ghatal Master Plan: জোরকদমে শুরু ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ, 'নো কস্ট মডেলে' হচ্ছে খাল ও নদী সংস্কার, খুশির হাওয়া
Next Article
advertisement
'কোভিড যদি আবার ফেরত না আসে...' চিংড়িহাটা মেট্রো মামলায় মন্তব্য আদালতের, খোলা মনে আলোচনায় বসার পরামর্শ রাজ্যকে
'কোভিড যদি আবার ফেরত না আসে...' চিংড়িহাটা মেট্রো মামলায় মন্তব্য আদালতের
  • কোভিড যদি আবার ফেরত না আসে তাহলে রাস্তায় গাড়ির চাপ কোনওদিনই কমবে না। চিংড়িহাটা মেট্রো প্রকল্প সংক্রান্ত মামলায় এমনটাই মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের। একইসঙ্গে রাজ্যকে খোলা মনে আলোচনায় বসার পরামর্শ দিয়েছে আদালত

VIEW MORE
advertisement
advertisement