Ghatal Master Plan: জোরকদমে শুরু ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ, 'নো কস্ট মডেলে' হচ্ছে খাল ও নদী সংস্কার, খুশির হাওয়া
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Ghatal Master Plan: কালীপুজো শেষ হতেই শুরু হয়ে গিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের 'নো কস্ট মডেল'-এর খাল ও নদী সংস্কারের কাজ। দাসপুর দু'নম্বর ব্লকের শোলাটোপা খাল ও দাসপুর ১ নম্বর ও ঘাটালের শিলাবতী নদী সংস্কারের কাজ শুরু করে দিল সেচ দফতর।
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, সুকান্ত চক্রবর্তী: যেমন কথা তেমন কাজ। ঘাটাল মাস্টার প্ল্যানের ‘নো কস্ট মডেল’-এর খাল ও নদী সংস্কারের কাজ শুরু হয়েছে। দাসপুর দু’নম্বর ব্লকের শোলাটোপা খাল ও দাসপুর ১ নম্বর ও ঘাটালের শিলাবতী নদী সংস্কারের কাজ শুরু করে দিল সেচ দফতর। জোরকদমে শুরু হয়ে গেল ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ।
কালীপুজোর আগে ঘাটাল টাউন হলে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রশাসনিক বৈঠক করেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেব ও সেচ দফতরের মন্ত্রী মানস ভূঁইয়া। বৈঠক শেষে জানানো হয় পুজোর পরেই শুরু হবে নদী ও খাল সংস্কারের কাজ। কালীপুজো শেষ হতেই শুরু হয়ে গিয়েছে খাল সংস্কারের কাজ।
আরও পড়ুনঃ ছিপছিপে চেহারা, পরনে ময়লা পোশাক, পেশায় দিনমজুর আদিবাসী বৃদ্ধের ভুবন ভোলানো প্রতিভা, নিজের কানেই শুনুন
শিলাবতী নদী ২৩ কিমি খনন দাসপুর এক নম্বর ব্লকের মুর্শিদনগর থেকে শুরু হয়েছে কাজ। অপরদিকে দাসপুর ২ নম্বর ব্লকের শোলাটপা খাল ১৪.৭ কিমি খনন শুরু হয়েছে। এক কথায় ঘাটাল মাস্টার প্ল্যানের নদী খননের কাজ শুরু হল দাসপুর ১ ও ২ ব্লক সহ-ঘাটালে। দীর্ঘ প্রায় ৫০ বছর পর শোলাটোপা খাল সংস্কারের কাজ হচ্ছে। ফলে খুশির হাওয়া এলাকায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ গোখরোর ছোবলও হজম করেছেন! সাপের বন্ধু, বীরভূমের গর্ব, বিষধরদের নিয়ে কুসংস্কারের বিরুদ্ধে লড়ছেন, চিনুন অমিতকে
সেচ দফতরের তরফে জানানো হয়েছে, মোট ৩৬ খাল ও নদী খননের উদ্যোগ নিওয়া হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যানে ‘নো কস্ট মডেলে’ খাল সংস্কার করতে রাজ্য সরকারেরর কোন টাকা খরচ হচ্ছে না। উলটে টাকা জমা পড়ছে রাজ্য সরকারের তহবিলে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
October 26, 2025 8:48 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ghatal Master Plan: জোরকদমে শুরু ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ, 'নো কস্ট মডেলে' হচ্ছে খাল ও নদী সংস্কার, খুশির হাওয়া

