জেলার সাগর, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, মথুরাপুর সহ সর্বত্র এই কাজ বন্ধ থাকায় অসুবিধায় পড়েছিলেন সাধারণ মানুষজন। অনেকজন বাধ্য হয়ে পরিযায়ী শ্রমিকের কাজ বেছে নেন। কিন্তু এবার সেই জব কার্ডের ভেরিফিকেশন চলছে।
advertisement
জব কার্ডের সঙ্গে ফেস ম্যাচিং, আধার লিঙ্কং-এর কাজ চলছে সমস্ত পঞ্চায়েতগুলিতে। যার জেরে খুবই খুশি স্থানীয়রা। সকলেই মনে করছেন এই কাজ শেষ হলে আবার নতুন করে ওই প্রকল্পের কাজ শুরু হবে। এ নিয়ে সুনীল কুমার ঘোড়ুই জানিয়েছেন, এই কাজ চলার ফলে একটা সুবিধা হবে। যাঁরা মৃত অথবা অন্যত্র চলে গিয়েছেন, তাঁদের নাম তালিকায় থাকবে না। কিংবা যাঁদের কাজের দরকার নেই। তারা বায়োমেট্রিক করবেনা। ফলে এই জব কার্ডের তালিকা আরও স্বচ্ছ হবে।
কাজ শুরু হলে এই ফেস ম্যাচিং করে কে কাজ করছে তা বোঝা যাবে। দীর্ঘদিন এই টাকা না আসায় গরিব মানুষজন খুবই সমস্যার মধ্যে ছিলেন। নতুন করে এই ভেরিফিকেশনের কাজ হওয়ায় ১০০ দিনের কাজ আবার গতি পেয়েছে বলে মনে করছেন সকলেই। জেলার সমস্ত পঞ্চায়েতগুলিতে এই কাজ চলছে। এই কাজ করতে মানুষজনের লম্বা লাইন চোখে পড়ছে। এই কাজ এখন দ্রুত শুরু হোক এটাই চাইছেন সকলেই।