HS Examination: কবে বেরচ্ছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফল? আভাস মিলল এবার, হাতে নয় তবে কোথায় মিলবে রেজাল্ট?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
এবার থেকেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সেমেস্টারে পরীক্ষা নেওয়া শুরু করেছে। সাড়ে ছয় লক্ষেরও বেশি পরীক্ষার্থী তৃতীয় সেমেস্টার পরীক্ষা দিয়েছিলেন।
কলকাতা: গত ২২ সেপ্টেম্বর শেষ হয়েছিল উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা। আগামী ৩১ অক্টোবর প্রকাশ হতে পারে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফল। তেমনটা হলে, পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় তৃতীয় সেমেস্টারের ফল প্রকাশ করতে পারবে সংসদ। তবে জানা গিয়েছে, ফল প্রকাশ হলেও ছাত্রছাত্রীরা তৃতীয় সেমেস্টারের ফলাফলের কোনও মার্কশিট বা সার্টিফিকেট পাবেন না। অনলাইনে জানতে পারবেন ফলাফলের বিস্তারিত তথ্য।
অনলাইনেই জানা যাবে, মোট প্রাপ্ত নম্বর, মোট পার্সেন্টেজ, বিষয়ভিত্তিক নম্বর ও বিষয়ভিত্তিক পার্সেন্টেজ, বিষয় ভিত্তিক পার্সেন্টেইল, সংশ্লিষ্ট বিষয়গুলিতে পরীক্ষার্থীরা ফেল করেছেন নাকি পাশ করেছেন।
advertisement
এবার থেকেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সেমেস্টারে পরীক্ষা নেওয়া শুরু করেছে। সাড়ে ছয় লক্ষেরও বেশি পরীক্ষার্থী তৃতীয় সেমেস্টার পরীক্ষা দিয়েছিলেন।
advertisement
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন, ‘‘আমরা চেষ্টা করছি ৩১ অক্টোবর তৃতীয় সেমিস্টারের ফল প্রকাশ করার। ’’
view commentsLocation :
West Bengal
First Published :
October 18, 2025 1:29 PM IST