আরও পড়ুন: দক্ষিণের সাগর থেকে এবার দলবেঁধে উত্তরে যাওয়ার পালা সাধুদের, আসল নিমন্ত্রণ
তার বিধানসভা কেন্দ্রে এই প্রথম কোনো স্কুলে ডিজিটাল ক্লাসরুম চালু করা হল বলে জানান তিনি ৷ স্কুল কতৄপক্ষ এই উদ্য়োগ নেওযায় খুশি ছাত্রছাত্রী ও অভিভাবকরা ৷ স্কুলের প্রধান শিক্ষিকা শ্রাবনী রায় জানান সর্বাধুনিক শিক্ষায় এই স্কুলে ছাত্রছাত্রীদের শিক্ষিত করে তুলতে চান তারা ৷ যে পড়াশুনাটা তারা ক্লাসরুমে করত সেটাই তারা চোখের সামনে দেখতে পাবে ৷ এর ফলে স্কুলের ছাত্র-ছাত্রীরা উপকৃত হবে। আধুনিক পদ্ধতিতে অডিও ভিজুয়্যালের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের পড়ানো হলে সেটা তাদের মধ্যে অনেক বেশি প্রভাব বিস্তার করবে।
advertisement
আরও পড়ুন: প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর মেলা, লক্ষ্য পূরণে একাধিক পদক্ষেপ
এই স্কুলে স্মার্ট ক্লাসরুমের প্রয়োজন ছিল।সে টা বিধায়ক উপলব্ধি করতে পেরেছেন। আগামী দিনে চলার পথে নিদর্শন হয়ে থাকবে। পড়াশুনাটা তাদের কাছে আরও হৃদয়গ্রাহী হবে বলে জানান তিনি ৷ শতবর্ষ প্রাচীন এই স্কুলে বহু ছাত্রীই স্কুলের নাম উজ্জ্বল করেছে ৷ আগামীদিনেও করবে বলে জানান তিনি ৷
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
স্কুলের একাদশ শ্রেনীর ছাত্রী মৌমিতা ভট্টাচার্য জানান স্মার্টক্লাস চালু হলে তারা চোখের সামনে অডিও ভিজুয়ালের মাধ্য়মে পুরো বিষয়টি দেখতে ও জানতে পারবেন ৷ এরফলে তাদের আরও সুবিধা হবে বলে জানান তারা ৷
সুমন সাহা