South 24 Parganas News: দক্ষিণের সাগর থেকে এবার দলবেঁধে উত্তরে যাওয়ার পালা সাধুদের, আসল নিমন্ত্রণ

Last Updated:

South 24 Parganas News: গঙ্গাসাগর মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীরা এসে ভিড় জমান দক্ষিণের সাগরপাড়ে। এখানেই চলে পূণ্যস্নান। মেলা শেষ হলেও অনেক সাধুই থেকেই যান এখানে। তবে এবার গঙ্গাস্নান সেরেই তাঁরা যাবেন সোজা উত্তরে।

+
এসেছে

এসেছে নিমন্ত্রণ পত্র

দক্ষিণ ২৪ পরগনা: গঙ্গাসাগর মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীরা এসে ভিড় জমান দক্ষিণের সাগরপাড়ে। এখানেই চলে পূণ্যস্নান। মেলা শেষ হলেও অনেক সাধুই থেকেই যান এখানে। তবে এবার গঙ্গাস্নান সেরেই তাঁরা যাবেন সোজা উত্তরে।
অযোধ্যা নগরীতে যাবেন তাঁরা। সেখানে রামমন্দিরের উদ্বোধনের দৃশ্য স্বচক্ষে দেখবেন তাঁরা। ইতিমধ্যে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের জন্য নিমন্ত্রণ পত্র পৌঁছে গিয়েছে তাঁদের কাছে। এই নিমন্ত্রণ পত্র পেয়ে সাগরমেলায় আসা সাধুরা খুবই খুশি।
advertisement
advertisement
এবছর ৮ ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে সাগরমেলা। সাগরমেলার অন্যতম আকর্ষণ নাগাসাধু। ইতিমধ্যে মেলায় পৌঁছে গিয়েছে সাধুদের দল। কপিলমুনি মন্দিরের পাশে স্থায়ী আখড়াতে বসে পড়েছেন নাগা সাধুরা।
এর মধ্যেই আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। প্রতিষ্ঠা হবে রামলালার। ওইদিন দেশ-বিদেশের লক্ষ লক্ষ পুণ্যার্থী অযোধ্যায় উপস্থিত থাকবেন। ওইদিন উপস্থিত থাকার জন্য নিমন্ত্রণ পৌঁছে গেছে সাগরমেলায় আসা নাগা সাধুদের কাছে। নিমন্ত্রণপত্রের পাশাপাশি পৌঁছেছে অযোধ্যার প্রসাদী চাল।
advertisement
সাগরমেলা শেষ হবে ১৭ জানুয়ারি। ওইদিনই অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেবে সাধুদের দল। সাধু-সন্তদের কাছে ভগবান রাম এক আবেগের নাম। সেজন্য দলবেঁধে এবার উত্তরে পাড়ি দেবেন সাধুরা। তাঁদের সেই যাত্রা সকলের জন্য আশীর্বাদ হয়ে ঝড়ে পড়ুক ধরিত্রীতে সেটাই এখন চান সকলে।
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: দক্ষিণের সাগর থেকে এবার দলবেঁধে উত্তরে যাওয়ার পালা সাধুদের, আসল নিমন্ত্রণ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?
  • উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি

  • দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

  • মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement