South 24 Parganas News: প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর মেলা, লক্ষ্য পূরণে একাধিক পদক্ষেপ

Last Updated:

গঙ্গাসাগর মেলা শুরু হওয়ার মুখে। আসন্ন গঙ্গাসাগর মেলাকে পরিবেশবান্ধব মেলা হিসেবে ঘোষণা করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন

+
প্লাস্টিক

প্লাস্টিক বর্জন নিয়ে চলছে প্রচার অভিযান

দক্ষিণ ২৪ পরগনা: নতুন বছরে জেলায় প্লাস্টিকের ব্যবহার কমাতে চায় প্রশাসন। সেই লক্ষ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে শুরু হয়েছে প্লাস্টিক বর্জন অভিযান। এ নিয়ে জেলার বিভিন্ন জায়গায় চলছে জোরকদমে প্রচার, স্কুলে স্কুলে ছাত্র-ছাত্রীদের সচেতন করতে চলছে বিভিন্ন কর্মসূচি।
গঙ্গাসাগর মেলা শুরু হওয়ার মুখে। আসন্ন গঙ্গাসাগর মেলাকে পরিবেশবান্ধব মেলা হিসেবে ঘোষণা করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। এবারের মেলায় প্লাস্টিকের ক্যারিব্যাগ ও থার্মোকলের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিয়ে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছিল সাগরে। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন গঙ্গাসাগর-বকখালি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শ্রীমন্ত মালি, বিডিও কানাইয়া কুমার। এই কর্মসূচিতে অংশ নিয়ে ঝাঁটা দিয়ে মন্দির চত্বর পরিষ্কার করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
অপরদিকে পুরানো প্লাস্টিককে আবারও নতুন করে কাজে লাগানোর পদ্ধতি শেখানো হচ্ছে স্কুলের কর্মশিক্ষার ক্লাসে। নামখানার নারায়ণপুর লক্ষ্মীনারায়ণ মাধ্যমিক বিদ্যালয়েও তার অন্যথা হয়নি। প্লাস্টিকের বোতলগুলিকে ফেলে না দিয়ে কীভাবে নতুন করে আবারও ব্যাবহার করা হয় তারই পদ্ধতি শেখানো হয়েছে সেখানে। পরিবেশ দূষণ কমাতেই এমন সিদ্ধান্ত প্রশাসনের। গঙ্গাসাগর মেলা থেকে যার সূচনা হবে বলে জানানো হয়েছে। প্রশাসনের এমন সিদ্ধান্তে খুশি জেলাবাসী।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর মেলা, লক্ষ্য পূরণে একাধিক পদক্ষেপ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement