Alipurduar News: এক বছর পর স্থায়ী চিকিৎসক এল স্বাস্থ্যকেন্দ্রে
- Reported by:ANNANYA DEY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
মুন্সিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক দেবাঞ্জন বর্মণকে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার হিসাবে নিয়োগ করা হয়েছে
আলিপুরদুয়ার: দুই গ্রাম পঞ্চায়েত এলাকা মিলে জনসংখ্যা ৩০ হাজার। কিন্তু গ্রামে স্বাস্থ্যকেন্দ্র থাকলেও ছিল না চিকিৎসক। অবশেষে স্থায়ী চিকিৎসক পেল মুন্সিপাড়া স্বাস্থ্যকেন্দ্র।
দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে আলিপুরদুয়ার জেলার শালকুমারহাটের মুন্সিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একজন স্থায়ী চিকিৎসক নিয়োগ করল রাজ্য স্বাস্থ্য দফতর। মুন্সিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক দেবাঞ্জন বর্মণকে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার হিসাবে নিয়োগ করা হয়েছে। চিকিৎসক দেবাঞ্জন বর্মন জেলা ও ব্লক স্বাস্থ্য আধিকারিকদের উপস্থিতিতে স্বাস্থ্য কেন্দ্রে এসে দায়িত্বভার বুঝে নেন। আলিপুরদুয়ার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল সহ এলাকার জনপ্রতিনিধিরা এসে কথা বলেছেন তাঁর সঙ্গে।
advertisement
advertisement
চিকিৎসক দেবাঞ্জন বর্মণকে দেখে নিশ্চিন্ত গ্রামবাসীরা। এই বিষয়ে আলিপুরদুয়ার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুমন কাঞ্জিলাল জানান, এই স্বাস্থ্য কেন্দ্রের উপর এলাকার প্রায় পঞ্চাশ হাজার মানুষ নির্ভরশীল। স্থায়ী চিকিৎসক না থাকাতে বাসিন্দাদের খুবই সমস্যা হত। এই সমস্যা নিয়ে আমরা রাজ্যের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে দেখা করি। এরপর সমস্যার সমাধান হয়।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
গত এক বছর ধরে মুন্সিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্থায়ী চিকিৎসক ছিল না। ফলে শালকুমারহাট এলাকার হাজার হাজার মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। অবশেষ স্থায়ী চিকিৎসক আসায় খুশি এলাকাবাসী।
অনন্যা দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 06, 2024 4:42 PM IST







