Siliguri News: বদলে গেল আলু চাষের পদ্ধতি, এবার গাছ থেকে পাওয়া বীজ দিয়েই হবে সব!
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
পশ্চিমবঙ্গ কৃষি দফতর এবং আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্রের সঙ্গে যৌথ উদ্যোগে রাজ্যের যে আলু বীজের চাহিদা রয়েছে তা মেটাতেই এই নতুন উদ্যোগ। এই নতুন পদ্ধতিতে এখন থেকে আর আলু লাগিয়ে বীজ উৎপাদনের দরকার পড়বে না
শিলিগুড়ি: এবার থেকে বাজারে জলের দরে পেতে পারেন আলু। ইতিমধ্যেই রাজ্যের কৃষি দফতরের পক্ষ থেকে নতুন পদ্ধতিতে আলু চাষের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই নতুন পদ্ধতিতে আলু চাষের উদ্যোগকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোফাম বিভাগ।
পশ্চিমবঙ্গ কৃষি দফতর এবং আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্রের সঙ্গে যৌথ উদ্যোগে রাজ্যের যে আলু বীজের চাহিদা রয়েছে তা মেটাতেই এই নতুন উদ্যোগ। এই নতুন পদ্ধতিতে এখন থেকে আর আলু লাগিয়ে বীজ উৎপাদনের দরকার পড়বে না। এবার থেকে চারা গাছ লাগিয়ে নতুন প্রযুক্তিতে স্বল্প সময়ে অনেক সংখ্যক বীজ উৎপাদন করা যাবে। এই নতুন পদ্ধতিকে বলা হয় এপিকাল রুটেড কাটিং অর্থাৎ চারা লাগিয়ে বীজ উৎপাদন।
advertisement
advertisement
এই প্রসঙ্গে জলপাইগুড়ি বিভাগের সহকারী কৃষি পরিচালক ডঃ মেহফুজ আহমেদ বলেন, আমরা প্রকল্পটি বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক আলু কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করেছি। বীজ থেকে আলু জন্মায়, কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে আলুর বীজ টিস্যু কালচারের মাধ্যমে তৈরি করা হবে। কোফাম বিভাগে টিস্যু কালচার ল্যাবরেটরি রয়েছে। তাই আমরা এই প্রকল্পের জন্য বিশ্ববিদ্যালয়কে বেছে নিয়েছি। এখানে যে বীজ উৎপন্ন হবে তা কৃষকদের মধ্যে বিতরণ করা হবে। তিনি আরও বলেন, কৃষকদের দেশের অন্যান্য রাজ্য থেকে আলু বীজ কিনতে হয়। এতে পরিবহণ খরচ বেড়ে যায়। উত্তরবঙ্গে যদি আমরা এখানে বীজ চাষ করতে পারি তাহলে সাধারণত উৎপাদন খরচ কমে যাবে। এতে আলুর বাজারদরও কমবে। এর ফলে সুবিধা হবে সাধারণ ক্রেতাদের।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই প্রসঙ্গে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোফাম বিভাগের অফিসার ইনচার্জ অমরেন্দ্র পান্ডে বলেন, এই নতুন পদ্ধতিতে আলু চাষের জন্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোফাম বিভাগের গ্রিন হাউসে একটি প্রদর্শনীর জায়গা করা হয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষকদের নতুন পদ্ধতিতে আলুর বীজ চাষের সমস্ত বিষয়গুলির উপর তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রায় দুই বছর আগে, প্রাথমিকভাবে কৃষি বিভাগ জলপাইগুড়িতে প্রক্রিয়াটির একটি পরীক্ষা হয়েছিল। ২৮ ডিসেম্বর হরিয়ানা থেকে ১ লাখ ২৭ হাজার টিস্যু আনা হয়। তারপর বিশ্ববিদ্যালয়ে ২০০০ টিস্যু দিয়ে চাষ শুরু হয়।এই এআরসি প্রক্রিয়ায় প্রথমে টিস্যু কালচার করতে হয়। তারপর চারাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এরপর রুটেক্স হরমোন ব্যবহার করে তারপর কোকোপিটে চারা রোপণ করতে হবে। প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে প্রায় ৭৫ থেকে ৯০ দিন সময় লেগেছে।
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 06, 2024 4:33 PM IST