TRENDING:

Scam: কোথায়, কীভাবে হয়েছিল প্রেম? শ্বেতা-অয়নের প্রেম কাহিনি শুনলে অবাক হয়ে যাবেন

Last Updated:

Scam: পঞ্চায়েতে কাজ করতে এসেই প্রেমের সূত্রপাত শ্বেতা ও অয়নের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: পঞ্চায়েত অফিস থেকেই সম্পর্কের সূত্রপাত শ্বেতা ও অয়নের। শ্বেতা পঞ্চায়েতে চাকরি ছেড়ে দিলে উদাসীন হয়ে পড়েন অয়ন শীলও। তার পর থেকেই কাজে অনিয়ম হয়ে পড়েন অয়নও। বছর ঘুরতে না ঘুরতেই অয়নও চাকরির থেকে ইস্তফা দেন। প্রেমের টান, এমনটাই বলছেন ওই পঞ্চায়েতের কর্মরত আধিকারিকরা।
advertisement

স্থানীয় সূত্রে খবর, ২০১৭ সালে শ্বেতা জিরাট গ্রাম পঞ্চায়েত থেকে ট্রান্সফার হয়ে ডুমুরদোহো পঞ্চায়েতে আসে। সহকরী ইঞ্জিনিয়ার হিসেবে শ্বেতা  কর্মতর ছিলেন ওই সময়। সেখানেই ২০১৫ সাল থেকে কর্মরত ছিলেন অয়ন শীল। একই পঞ্চায়েতে চাকরি করতেন অয়ন শ্বেতা। শ্বেতা পঞ্চায়েতে চাকরি ছাড়ার ২ বছর পর চাকরি ছাড়েন অয়ন। কাজে অনিয়মিত হওয়ায় শোকজ করা হয়েছিল অয়নকে।

advertisement

বলাগড়ের ডুমুরদহ নিত্যানন্দপুর-১ গ্রাম পঞ্চায়েতে একশো দিনের কাজের স্কিল টেকনিক্যাল পার্সন হিসাবে কাজ করতেন নৈহাটির শ্বেতা। সেই পঞ্চায়েতেই নির্বাহী সহায়ক বা অ্যাসিস্টেন্ট এক্সিকিউটিভ হিসাবে চাকরি করতেন অয়ন শীল।

আরও পড়ুন: পঞ্চায়েতের আগেই CPIM আমলের দুর্নীতির পর্দাফাঁস? সুজনের স্ত্রীর চাকরি নিয়েও বিস্ফোরক মন্ত্রী

View More

পঞ্চায়েতের উপ প্রধান শ্যামা প্রসাদ রায় বন্দ্যোপাধ্যায় জানান, অয়নের গাড়িতে যাতায়াত করতেন শ্বেতা। তবে অয়ন অফিসে অনিয়মিত হওয়ায় সমস্যা হত পঞ্চায়েতের কাজে। এমনও হয়েছে দিনের পর দিন অফিসে যাননি, অথচ বেতন তুলেছেন অয়ন। সে বিষয়ে অভিযোগ জানিয়ে বলাগড়ের বিডিওকে চিঠি দেওয়া হয়েছিল। বিডিও তাকে শোকজ করেছিল। এরই মধ্যে শ্বেতাকে সোমরা বাজার পঞ্চায়েতে বদলি করা হয়।সেখানে যোগ না দিয়ে ২০১৮ সালে চাকরি ছেড়ে দেন শ্বেতা।

advertisement

আরও পড়ুন: আর চিন্তা নেই, পুরীতে তৈরি হচ্ছেই বাংলার গেস্ট হাউজ! কোথায়? জানিয়ে দিলেন মমতা

তারপরেও অয়ন ডুমুরদহ পঞ্চায়েতে কাজ করেছেন। ২০২০ সালে অয়নও চাকরি ছাড়েন। ব্যান্ডেলের তৃণমূল নেতা শ্রীকুমার চট্টোপাধ্যায় ২ কোটি টাকারও বেশি তুলে অয়নকে দিয়েছিলেন চাকরির জন্য। সুইসাইড নোটে সেটা লিখেও যান তিনি। ২০১৮ সালের অক্টোবর মাসে নিজের ছেলেকে নিয়ে আত্মঘাতী হন শ্রীকুমার। সময় বলছে পঞ্চায়েতে চাকরি করার সময় নিয়োগ দুর্নীতিতে হাত পাকিয়েছিলেন অয়ন শীল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বসে না থেকে মাত্র ৮০০ টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে রোজগার হবে মোটা টাকা! 
আরও দেখুন

----রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Scam: কোথায়, কীভাবে হয়েছিল প্রেম? শ্বেতা-অয়নের প্রেম কাহিনি শুনলে অবাক হয়ে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল