Scam Bengal: পঞ্চায়েতের আগেই CPIM আমলের দুর্নীতির পর্দাফাঁস? সুজনের স্ত্রীর চাকরি নিয়েও বিস্ফোরক মন্ত্রী

Last Updated:

Scam Bengal: সাংবাদিকদের প্রশ্নোত্তরে পার্থ ভৌমিক পঞ্চায়েত ভোটের আগে চিরকুটের তালিকা সামনে আসবে বলে দাবি করেন।

সুজনকে নিশানা পার্থর
সুজনকে নিশানা পার্থর
অনিরুদ্ধ কীর্তনীয়া, বনগাঁ: পঞ্চায়েত ভোটের আগে সিপিআইএমের চিরকুটের তালিকা প্রকাশ হবে বললেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। সিপিএম আমলে চিরকুটের মাধ্যমে চাকরি হত, সম্প্রতি সেই চিটকুটের তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূল নেত্রীর সুরে সুর মিলিয়ে বুধবার বনগাঁর এক দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সেচ মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, সিপিএমের আমলে যাদের চাকরি দেওয়া হয়েছে, তারা কেউ রবীন্দ্রনাথ বা বিদ্যাসাগর নয়, চিরকুটের তালিকা তৈরি হচ্ছে আগামীতে সামনে আসবে তা। একই সঙ্গে তিনি সুজন চক্রবর্তীকে আক্রমণ করেন এবং তাঁর স্ত্রীর চাকরি নিয়ে প্রশ্ন তোলেন।
পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নোত্তরে পার্থ ভৌমিক পঞ্চায়েত ভোটের আগে চিরকুটের তালিকা সামনে আসবে বলে দাবি করেন। এদিন তিনি স্বীকার করে নিয়েছেন নিয়োগে দুর্নীতি হয়েছে। তবে সেই দুর্নীতি সঙ্গে তৃণমূল জড়িত নয়। একটা চক্র নিজেদের স্বার্থে এই কাজ করেছেন। তাদের দায় দল নেবে না। আদালত যা শাস্তি দেবে, দল সেটা মেনে নেবে।
advertisement
advertisement
পার্থর এই মন্তব্যে সিপিআইএম-এর বনগাঁ শহর এরিয়া কমিটির সম্পাদক সুমিত কর বলেন, ''মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর এখনও পর্যন্ত সিপিএমের বিরুদ্ধে কোনও দুর্নীতি প্রমাণ করতে পারেননি। আমরাও চাই তালিকা সামনে আসুক। কিন্তু ওরা কোনওদিন পারবে না।''
advertisement
এ বিষয়ে কটাক্ষ করেছেন বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল। তিনি বলেন, ''তৃণমূল যদি দুর্নীতির সঙ্গে যুক্ত না হয়, তাহলে তৃণমূলের যে নেতারা ধরা পড়েছেন তারা কারা? ওদের কথা মানুষ আর শুনছে না।''
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Scam Bengal: পঞ্চায়েতের আগেই CPIM আমলের দুর্নীতির পর্দাফাঁস? সুজনের স্ত্রীর চাকরি নিয়েও বিস্ফোরক মন্ত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন আবহাওয়া কেমন?
  • হাওয়া বদল বাংলায় !

  • বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া

  • আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement