পুরুলিয়া: বিগত বেশ কিছুদিন ধরেই রাজ্যের বিভিন্ন জেলার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। আবহাওয়া দফতরের সম্ভাবনা অনুসারী হয়েছে আবহাওয়ার পরিবর্তন। বিগত কয়েকদিন দেখা গিয়েছে কোথাও কালবৈশাখী, আবার কখনও দমকা হওয়া, আবার কখনও মুষলধারে বৃষ্টি। (প্রতীকী ছবি: শমিষ্ঠা ব্যানার্জি)
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছিল, বুধবার থেকে পরিবর্তন হতে পারে আবহাওয়ার। দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হলেও উত্তরবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের প্রায় সব কটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। (প্রতীকী ছবি: শমিষ্ঠা ব্যানার্জি)
পুরুলিয়ার আবহাওয়া প্রতিনিয়ত পরিবর্তন হয়েছে। বজ্রবিদ্যুৎসহ শিলাবৃষ্টিও হয়েছে পুরুলিয়ায়। বুধবার পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। বিগত দিনের বৃষ্টির কারণে বেশ অনেকটাই স্বস্তির মধ্যে ছিল জেলাবাসী। (প্রতীকী ছবি: শমিষ্ঠা ব্যানার্জি)
তীব্র গরমের হাত থেকে রেহাই পেয়েছিল জেলার মানুষেরা। প্রায় প্রতিদিনই সকালের দিকে হালকা মেঘলাচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে রোদের তাপও অনেকটাই কম রয়েছে। দুপুরের পর থেকে ঝড়ো হাওয়া বলছে। ঝিরি , ঝিরি বৃষ্টিও হচ্ছে কখনও কখনও। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে এমনটাই বলছে হাওয়া অফিস। (প্রতীকী ছবি: শমিষ্ঠা ব্যানার্জি)