Puri Mamata Banerjee: আর চিন্তা নেই, পুরীতে তৈরি হচ্ছেই বাংলার গেস্ট হাউজ! কোথায়? জানিয়ে দিলেন মমতা

Last Updated:

Puri Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ''আপনাদের জানা আছে, বাঙালি পর্যটক এখানে সারাবছর আসে। এটা ওদের প্রথম বাড়ি।''

গেস্ট হাউজের জায়গা দেখছেন মমতা!
গেস্ট হাউজের জায়গা দেখছেন মমতা!
কলকাতা: দীর্ঘদিনের পরিকল্পনা এবার বাস্তব হতে চলেছে। পুরীতে এবার অতিথি নিবাস বা গেস্ট হাউস গড়তে চলেছে রাজ্য সরকার। বহুদিন পর এতদিনে সেই জমি পেয়েছে রাজ্য। সেই কারণেই দিল্লির বঙ্গভবনের ধাঁচে পুরীতে তৈরি হবে গেস্ট হাউস। বুধবার পুরী সফরে গিয়ে সেই জমি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জমি দেখার পর মুখ্যমন্ত্রী বলেন, ''চিফ সেক্রেটারি, জেলাশাসক এখানে আমার সঙ্গে আছেন। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক নিজে খোঁজ নিয়েছেন। জায়গা আমার পছন্দ হয়েছে। এখানে নয়া বিমানবন্দর হবে। একটা সেতু হচ্ছে এখানে।''
মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ''আপনাদের জানা আছে, বাঙালি পর্যটক এখানে সারাবছর আসে। এটা ওদের প্রথম বাড়ি। কখনও কখনও ওদের থাকার জায়গা পাওয়া যায় না। আমি তো না হয় এবার স্টেট গেস্ট৷ কিন্তু এখানে হোটেলে জায়গা নেই৷ তাই আমাদের গেস্ট হাউজের দরকার আছে। রথে, স্নানযাত্রায় লক্ষ লক্ষ মানুষ আসেন৷ তাই আমরা চাইছি আমাদের নিবাস থাক। আমি কাল নবীনজির সঙ্গে দেখা করব। উনি কাল সিদ্ধান্ত নেবেন। আমি জায়গা নিয়ে খুশি হয়েছি।''
advertisement
advertisement
এখানেই থামেননি বাংলার মুখ্যমন্ত্রী। বলেন, ''আমরা একটা নতুন পুরীর সূচনা করব। জায়গা পেলে আগে মাটি টেস্ট করতে হবে। আমাদের আর্কিটেকচার টিম দেখবে। জমির পরিমাণ দেখে কত জনের বাস হবে দেখা যাবে। আমার এর আগেও একাধিক বার নবীন পট্টনায়কের সঙ্গে দেখা হয়েছে। আমি রাজনীতির ব্যাপারে এখনই কোনও কথা বলব না।''
advertisement
বছরভর ওড়িশা ও পুরীতে বেড়াতে যান হাজার হাজার বাঙালি পর্যটক। বাংলার গেস্ট হাউস তৈরি হলে তাতে সুবিধে হবে বাঙালি পর্যটকদের। ওড়িশা সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সেই গেস্ট হাউসের জমি পরির্দশন করেন মমতা। তারপর সেখানে থেকে চলে যান পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিতে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Puri Mamata Banerjee: আর চিন্তা নেই, পুরীতে তৈরি হচ্ছেই বাংলার গেস্ট হাউজ! কোথায়? জানিয়ে দিলেন মমতা
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement