এই সমস্ত স্বনামধন্য চিকিৎসকেরা কলকাতাতে চিকিৎসা পরিষেবা দেন অধিক অর্থের বিনিময়ে যা সাধারণ গরিব মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। তার ওপর এত দূর থেকে গিয়ে ডাক্তার দেখানো বেশিরভাগ সময়ই অসুবিধার কারণ হয়ে ওঠে।
advertisement
পৌরসভা পরিচালিত এই ক্লিনিকের দায়িত্বে সনৎ চক্রবর্তী জানান, এখানে শুধু ডাক্তারের পরামর্শই নয় তার পাশাপাশি অর্ধেক মূল্যে করা হয় রক্তের বিভিন্ন পরীক্ষা। এছাড়াও এই ক্লিনিকের এক্সরে মেশিন এতটাই উন্নত এখানে ডিজিটাল এক্স-রে পরিষেবা দেওয়া হয়ে থাকে। শুধু তাই নয় ১২০ টাকা থেকে ১৮০ টাকার মধ্যে করা হয় এই সমস্ত এক্স-রে।
আল্ট্রাসনোগ্রাফি অন্যান্য জায়গা থেকে এখানে অর্ধেক মূল্যে করা হয়ে থাকে রোগীদের, যা শুনে অনেকেই চমকে যাবেন। আজও এখানে মাত্র ৪০ টাকায় দাঁত, ত্বক, নাক কান গলা এবং চর্ম রোগের বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের নিয়মিত দেখানো যায়। এছাড়াও একাধিক সরকারি হাসপাতালে চিকিৎসকেরা পরিষেবা দিয়ে থাকেন, আর সেই কারণেই দিনের পর দিন রোগীদের ভিড় বেড়েই চলেছে পৌরসভা পরিচালিত এই ক্লিনিকে।
তবে সাধারণ মানুষের একটাই দাবি, একজন অর্থোপেডিক চিকিৎসকের বড়ই অভাব। তবে এ বিষয়ে শান্তিপুরের বর্তমান চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান রোগীদের স্বার্থে খুব শীঘ্রই সেই ব্যবস্থাও করা হবে। যাতে শান্তিপুরের তন্তুজীবী কৃষক শ্রমিক পরিবার-সহ গরিব খেটে খাওয়া মানুষেরা খুবই স্বল্প মূল্য দিয়ে উন্নত চিকিৎসা পেতে পারেন তার জন্য শান্তিপুর পৌরসভা বহুদিন যাবত ভর্তুকি দিয়ে এই পরিষেবা বজায় রেখেছেন। তবে পরিকাঠামোগতভাবেও উন্নয়ন করা হবে শীঘ্রই।
Mainak Debnath