SSC: নবম-দশমে ২৩ হাজার, একাদশ-দ্বাদশে ১২ হাজারেরও বেশি! কোন বিষয়ে কত শূন্যপদ? শিক্ষক নিয়োগে ফের বড় ঘোষণা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
SSC: নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এবার শূন্যপদ নিয়েও বড় ঘোষণা
কলকাতা: গতকাল সোমবার থেকেই অনলাইনে আবেদনের লিঙ্ক চালু করেছে স্কুল স্কুল সার্ভিস কমিশন। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এবার শূন্যপদ নিয়েও বড় ঘোষণা । কোন বিষয়ে কত শূন্যপদ রয়েছে তার তালিকা তৈরি করে এসএসসিকে দিল মধ্যশিক্ষা পর্ষদ।
সূত্রের খবর, নবম -দশম স্তরে ২৩ হাজারেরও বেশি বিষয়ভিত্তিক শূন্য পদের তালিকা চূড়ান্ত হল। সব থেকে বেশি শূন্য পদ রয়েছে ভৌতবিজ্ঞানে। ৪৩৫২ টি শূন্য পদ রয়েছে ভৌত বিজ্ঞান বিষয়ের জন্য।
জীবন বিজ্ঞানের জন্য রয়েছে ৩৯১১ টি, অঙ্কের জন্য রয়েছে ৩৯২২টি।
advertisement
advertisement
ইংরেজির জন্য রয়েছে ৩৩৩৬ টি, বাংলা বিষয়ের জন্য রয়েছে ৩০২৪ টি। মোট ১১ টি বিষয়ের শূন্য পদের তালিকা চূড়ান্ত হল। কোন মাধ্যমে কোন ক্যাটাগরি জন্য কতগুলি করে শূন্য পদ রয়েছে তার বিস্তারিত তালিকা ও চূড়ান্ত হল বলেই জানা গিয়েছে।
নবম-দশমের পাশাপাশি একাদশ এবং দ্বাদশ শ্রেণির জন্যেও কত শূন্য পদ রয়েছে তার তালিকা তৈরি করে এসএসসিকে দিল মধ্যশিক্ষা পর্ষদ। সূত্রের খবর, একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ১২ হাজারেরও বেশি শূন্য পদ রয়েছে। একাদশ-দ্বাদশের ৩৫ টি বিষয়ের মধ্যে পলিটিক্যাল সাইন্সের সব থেকে শূন্য পদ বেশি।
advertisement
পলিটিকাল সায়েন্সের শূন্য পদ ১৩৭৩ টি, এছাড়াও এক হাজারের বেশি শূন্য পদ রয়েছে কয়েকটি বিষয়ে। কেমিস্ট্রিতে ১১৯৪ টি, এডুকেশনে ১১৪৭ টি শূন্য পদে রয়েছে একাদশ-দ্বাদশের নিয়োগের জন্য পর্ষদকে জানাল এসএসসি।
advertisement
এছাড়াও বায়োলজিক্যাল সাইন্সের ৯১৯ টি, অঙ্কে ৭৮৫ টি, ফিজিক্সে ৮৮১টি, ইংরেজিতে ৫৯৪ টি, ইকনোমিক্সে ৫০৬ টি, ইতিহাসে ৫৭২টি, বাংলায় ৩৯০ টি শূন্য পদ রয়েছে। কোন কোন মাধ্যমের জন্য কোন কোন ক্যাটাগরিতে কত শূন্য পদে রয়েছে তারও তালিকা প্রস্তুত হল।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 17, 2025 10:07 AM IST