Airplane GK: প্লেনের জানালায় এই ছোট্ট ছিদ্র কেন থাকে বলুন তো? নিরাপত্তার সঙ্গে বড় যোগ, ৯৯% লোকজনই জানেন না আসল কারণ

Last Updated:
General Knowledge: প্লেনের জানালার দিকে তাকালেই দেখা যায় ওই ছোট্ট ছিদ্রটি। এই ছোট্ট ছিদ্রকে ব্লিড হোল বলা হয়। কিন্তু কেন থাকে ওই ছোট্ট ব্লিড হোল? কাজ জানলে চমকে যাবেন।
1/7
সদ‍্য ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার স্মৃতি এখনও তাজা। এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার পর থেকেই প্লেনের খুঁটিনাটি বিষয় নিয়ে আরও আগ্রহ বেড়েছে সাধারণ মানুষের। প্লেনের সম্পর্কে অনেক কিছুই বেশিরভাগ জনের অজানা।
সদ‍্য ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার স্মৃতি এখনও তাজা। এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার পর থেকেই প্লেনের খুঁটিনাটি বিষয় নিয়ে আরও আগ্রহ বেড়েছে সাধারণ মানুষের। প্লেনের সম্পর্কে অনেক কিছুই বেশিরভাগ জনের অজানা।
advertisement
2/7
বিমানের জানালায় একটি ছোট্ট ছিদ্র থাকে। কিন্তু কেন থাকে এই ছিদ্র? অ‍্যাকসিডেন্টের ক্ষেত্রে কী এই ছিদ্রের কোনও ভূমিকা রয়েছে? বিমান অনেকেই চড়েছেন। বিমানে জানালার পাশের সিটও প্রচুর জনের পছন্দের। আকাশের উপর থেকে প্লেনের জানালা দিয়েই নীচের দৃশ‍্য দেখার আনন্দই আলাদা।
বিমানের জানালায় একটি ছোট্ট ছিদ্র থাকে। কিন্তু কেন থাকে এই ছিদ্র? অ‍্যাকসিডেন্টের ক্ষেত্রে কী এই ছিদ্রের কোনও ভূমিকা রয়েছে?বিমান অনেকেই চড়েছেন। বিমানে জানালার পাশের সিটও প্রচুর জনের পছন্দের। আকাশের উপর থেকে প্লেনের জানালা দিয়েই নীচের দৃশ‍্য দেখার আনন্দই আলাদা।
advertisement
3/7
প্লেনের জানালার দিকে তাকালেই দেখা যায় ওই ছোট্ট ছিদ্রটি। এই ছোট্ট ছিদ্রকে ব্লিড হোল বলা হয়। কিন্তু কেন থাকে ওই ছোট্ট ব্লিড হোল? কাজ জানলে চমকে যাবেন।
প্লেনের জানালার দিকে তাকালেই দেখা যায় ওই ছোট্ট ছিদ্রটি। এই ছোট্ট ছিদ্রকে ব্লিড হোল বলা হয়। কিন্তু কেন থাকে ওই ছোট্ট ব্লিড হোল? কাজ জানলে চমকে যাবেন।
advertisement
4/7
ছিদ্রটি ছোট্ট হলেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করে ব্লিড হোল। এই প্রতিবেদনে বিস্তারিত জানাল হল ব্লিড হোলের কাজ।
ছিদ্রটি ছোট্ট হলেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করে ব্লিড হোল। এই প্রতিবেদনে বিস্তারিত জানাল হল ব্লিড হোলের কাজ।
advertisement
5/7
বিমানের বাইরে এবং ভিতরের এয়ার প্রেসারের মধ্যে। যার ফলে জানালায় চাপ পড়ে ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়তে পারে। জানালায় থাকা এই ছোট্ট ছিদ্র এয়ার প্রেসারের পার্থক্য কমাতে সাহায্য করে যার ফলে জানালায় চাপ কমাতে সহজ হয় এবং জানালাকে সুরক্ষিত রাখতে সাহায্য করে।
বিমানের বাইরে এবং ভিতরের এয়ার প্রেসারের মধ্যে। যার ফলে জানালায় চাপ পড়ে ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়তে পারে। জানালায় থাকা এই ছোট্ট ছিদ্র এয়ার প্রেসারের পার্থক্য কমাতে সাহায্য করে যার ফলে জানালায় চাপ কমাতে সহজ হয় এবং জানালাকে সুরক্ষিত রাখতে সাহায্য করে।
advertisement
6/7
ফ্লাইটের জানালায় থাকা এই ছোট্ট ছিদ্র জানালায় আর্দ্রতা জমতে দেয় না। এই ছোট্ট ছিদ্র থেকে বাতাসের প্রবাহ হয় যা কাঁচে আর্দ্রতা বা ময়শ্চার জমতে দেয় না।
ফ্লাইটের জানালায় থাকা এই ছোট্ট ছিদ্র জানালায় আর্দ্রতা জমতে দেয় না। এই ছোট্ট ছিদ্র থেকে বাতাসের প্রবাহ হয় যা কাঁচে আর্দ্রতা বা ময়শ্চার জমতে দেয় না।
advertisement
7/7
ব্লিড হোল থেকে ক্রমাগত বাতাসের প্রবাহ থাকে যার ফলে জানালায় কুয়াশা জমে না। যদি এই ব্লিড হোল না থাকে তাহলে এয়ার প্রেসারের পরিবর্তনে জানালায় ফাটল ধরতে পারে বা ভেঙে যেতে পারে।
ব্লিড হোল থেকে ক্রমাগত বাতাসের প্রবাহ থাকে যার ফলে জানালায় কুয়াশা জমে না। যদি এই ব্লিড হোল না থাকে তাহলে এয়ার প্রেসারের পরিবর্তনে জানালায় ফাটল ধরতে পারে বা ভেঙে যেতে পারে।
advertisement
advertisement
advertisement