বছরের প্রথম থেকে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু সন্দেশখালির পরিবেশ পরিস্থিতি গত কয়েকদিন যাবৎ উত্তপ্ত হয়ে ওঠে। সন্দেশখালি এলাকার মানুষজন, জমি কমিটি তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় পাশাপাশি তৃণমূলের কর্মী সমর্থকরা অপর পক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। বেশ কয়েকদিন ধরে সংঘর্ষের ফলে রণক্ষেত্র চেহারা নেয় গোটা সন্দেশখালি এলাকা। জারি করা হয় ১৪৪ ধারা। এরপর বিরোধী দলের নেতারা এলাকা এলাকায় পৌঁছলে পুলিশ বাধা দেয়। যেন এক উত্তপ্ত পরিস্থিতি গোটা এলাকাজুড়ে। সেই সঙ্গে পুলিশি দাপাদাপিতে গোটা এলাকা জুড়ে যেন এক প্রকার অঘোষিত যুদ্ধের অবাহ।
advertisement
এমন পরিস্থিতিতে জীবনের বড় পরীক্ষায় এলাকার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা চরম আতঙ্কে পরীক্ষা কেন্দ্রে পৌঁছচ্ছে। তবে আঁটোসাঁটো পুলিশি নিরাপত্তায় বেশ কিছুটা সাহস পাচ্ছেন পরীক্ষার্থীরা। সরগরম পরিস্থিতিতে যেন ভয়ে বুক দুরু দুরু করছিল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের। চোখে মুখে একরাশ আতঙ্কের ছাপ নিয়ে পরীক্ষা কেন্দ্রে রওনা দিচ্ছিল কিন্তু পুলিশি নিরাপত্তায় নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারায় কিছুটা হলেও নিশ্চিন্ত তারা।
পরীক্ষা শেষে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রিঙ্কি দাস জানায়, পরীক্ষা দিতে আসার সময় ভয় পাচ্ছিলাম, তবে আসার সময় নদীপথে ফেরিঘাট থেকে শুরু করে স্থলপথে পুলিশি নিরাপত্তায় ভালোভাবে পরীক্ষা দিতে পেরেছি।” গত কয়েকদিনের তুলনায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। ধীরে ধীরে ছন্দে ফিরছে সন্দেশখালি। তবুও এলাকায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিনে ছাত্রছাত্রীদের নিরাপত্তায় পুলিশি তৎপরতা রয়েছে যথেষ্ট।
জুলফিকার মোল্যা





