তবে এইসব সচেতনার প্রচারকে পিছনে ফেলে, বারুইপুর পুলিশ জেলার ট্রাফিক গার্ডের সহযোগিতায় এক নয়া উদ্যোগ দেখা গেল। গাড়ি চালকদের কোচিং এর মাধ্যমে সেফ ড্রাইভ সেভ লাইফ এর শিক্ষা। প্রতিমাসে দুদিন করে কোচিংয়ের মাধ্যমে ট্র্যাফিক আইন শিখছে গাড়ি চালকরা। এ প্রসঙ্গে ট্রাফিক গার্ডের এক আধিকারিক বলেন জীবনের থেকে মূল্যবান তো কিছুই নয়। মূলত এই সমস্ত এলাকায় গাড়ি চালকরা সবাই ঠিকঠাক ভাবে ট্রাফিক আইন জানে না।
advertisement
আরও পড়ুন: শীতে গ্যাস অম্বলের সমস্যায় ভুগছেন? কলা-তুলসি পাতাতে হবে জাদু! জানুন চিকিৎসকের মত
তাই তারা গাড়ি চালানোর সময় এই সমস্ত ড্রাইভাররা ট্রাফিকের নিয়ম কানুন মেনে চলার অভ্যাসে পরিণত করে তারই প্রচেষ্টা চলছে বারুইপুর পুলিশ জেলার জয়নগর সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে। শুধু শিক্ষা নয় লাঠি হাতে সমস্ত ড্রাইভার দের ট্রাফিকের যে সমস্ত লোগো গুলি আছে । যেখানে সেখানে গাড়ি পার্কিং নয় কোথায় গাড়ি পার্কিং করতে হবে কিভাবে গাড়ি চালাতে হবে সিট বেল লাগাতে হবে এই ধরনের বার্তাগুলি তাদেরকে বোঝানো হয়। তবে এই কোচিং এর মাধ্যমে অনেক ড্রাইভাররা সচেতন হয়েছে আগামী দিনে আরও সচেতন হবে বলে আমি মনে করি। এখন দেখার এই সচেতনতার বার্তা আদৌ কতটা কাজে লাগবে এবং ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে পারে কিনা তা সময় বলবে।
সুমন সাহা





