Healthcare: শীতে গ্যাস অম্বলের সমস্যায় ভুগছেন? কলা-তুলসি পাতাতে হবে জাদু! জানুন চিকিৎসকের মত
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
Healthcare: শীতকাল হলে যেন গ্যাসের সমস্যা আরও বেশি করে চেপে ধরে । কেউ কেউ তো সারাটা বছর গ্যাসের সমস্যায় ভুগছেন। ঘরোয়া উপায়ে খুব সহজেই মুক্তি পাওয়া সম্ভব এই সমস্যা থেকে।
কোচবিহার: কখনও চোঁয়া ঢেকুর, কখনও বা গলা-বুক জ্বালা করছে আবার কখনও পেট ব্যথা করছে। এই সবই গ্যাসের সমস্যার বিভিন্ন লক্ষণ। শীতকাল হলে যেন গ্যাসের সমস্যা আরও বেশি করে আঁকড়ে ধরে সকলকে। কেউ কেউ তো সারাটা বছর গ্যাসের সমস্যায় ভুগছেন। মুঠো মুঠো ওষুধ খেয়েও কোনও প্রতিকার পাচ্ছেন না। উল্টে আপনার অজান্তেই শরীরে বাসা বাধছে বহু রোগ-যন্ত্রণা। এই সকল সমস্যা থেকে রেহাই পাবেন কি ভাবে তাই ভাবছেন সবসময়। জেনে নিন অভিজ্ঞ চিকিৎসকের জানানো এই সকল ঘরোয়া পদ্ধতি। এই পদ্ধতি মানলে খুব সহজেই মুক্তি পাবেন এই সকল সমস্যা থেকে।
অভিজ্ঞ চিকিৎসক বিশ্বজিৎ দত্ত জানান, “কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। যাকে প্রাকৃতিক অ্যান্টাসিড বলা যেতেই পারে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটা করে কলা খান খালি পেটে, উপকার পাবেন নিশ্চিত ভাবে। তবে ১-২ টো কলা ঠিক আছে। কোনও কিছুই বেশি খাওয়া উচিৎ নয়। তুলসি পাতা পাকস্থলীতে শ্লেষ্মার মতো পদার্থ উৎপাদনে সাহায্য করে। সকালে উঠে আপনি চা খান তো! ওই চায়ের মধ্যে কয়েকটা তুলসি পাতা ফেলে দিন। চায়ের সঙ্গে ফুটতে দিন, খালি পেটে সেই চা খান, এতে চায়ের স্বাদ হবে দারুণ। আর আপনিও গ্যাসের ব্যথা থেকে মুক্তি পাবেন চটজলদি। কারোর যদি সকালে চা খাওয়ার অভ্যেস না থাকে তাহলে তিনি হালকা গরম জলে তুলসি পাতা দিয়ে খেতে পারেন।
advertisement
advertisement
তিনি আরও জানান, “খাওয়ার পরে মৌরি চিবিয়ে খেলে অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকে না। খাওয়ার আধ থেকে এক ঘণ্টা আগে আদা কুঁচি করে বিটনুন দিয়ে খান। এতে খাওয়ার পরে অম্বলের সমস্যা থাকবে না। তবে এই সকল জিনিসের পাশাপশি শীতে বেশি প্রোটিন জাতীয় খাদ্য খাওয়া উচিত নয়। সীমিত পরিমাণ খাবার খাওয়া বেশি ভাল শীতের সময়। ঘুমোতে যাওয়ার অন্তত দুই ঘণ্টা আগে খাবার খাওয়া ভাল স্বাস্থ্যের জন্য। বেশি কোল্ড ড্রিংক খাওয়া উচিত নয় এই সময়। শারীরিক ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম কিন্তু খুব প্রয়োজন।” এই সকল বিষয় গুলি মেনে চললেই খুব সহজে ঘরোয়া উপায়ে এই সকল সমস্যা থেকে মুক্তি মিলবে। তবে যদি সমস্যা বেশি মনে হয় দ্রুত কোন চিকিৎসকের পরামর্শ নিতে হবে অবশ্যই।
advertisement
Sarthak Pandit
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 17, 2024 6:24 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Healthcare: শীতে গ্যাস অম্বলের সমস্যায় ভুগছেন? কলা-তুলসি পাতাতে হবে জাদু! জানুন চিকিৎসকের মত