West Medinipur News: ‘রাখে হরি মারে কে!’ নিয়ন্ত্রণ হারিয়ে সোজা মন্দিরের মাথায় উঠল গাড়ি, যমের মুখ থেকে ফিরলেন চালক
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
West Medinipur News: যেন ভক্তকে রক্ষা করতে সব আঘাত নিজের ওপরেই নিলেন স্বয়ং ভগবান। ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়েও প্রাণে বাঁচলেন গাড়ি চালক।
পিংলা, পশ্চিম মেদিনীপুর, দিগ্বিজয় মাহালি: কথাতেই আছে ‘রাখে হরি, মারে কে!’ এই ঘটনা যেন তার জলজ্যান্ত প্রমান। যেন ভক্তকে রক্ষা করতে সব আঘাত নিজের ওপরেই নিলেন স্বয়ং ভগবান। ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়েও প্রাণে বাঁচলেন গাড়ি চালক। যদিও গাড়িটির অবস্থা দেখলে যে কেউ শিউড়ে উঠবেন।
ভয়ঙ্কর এই দুর্ঘটনা সামনে এসেছে পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার অন্তর্গত দুজিপুর ভূইয়াপাড়া এলাকায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি দুজিপুরের দিক থেকে বেলাড়ের দিকে যাচ্ছিল। কিন্তু হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে বাসের বেড়া ভেঙে রাস্তার ধারে থাকা একটি গৃহস্থের হরি মন্দিরের উপরে উঠে যায় গাড়িটি। আঘাত এতটাই জোরালো ছিল যে, প্রায় ১০০ ফুট দূরে গিয়ে পড়ে হরি মন্দিরটি।
advertisement
advertisement
ঘটনাস্থলে দেখা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর থেকে হরি মন্দিরের ঘর ভেঙে ওই হরি মন্দিরের ওপরেই ঝুলে ছিল গাড়িটি। তবে মারাত্মক এই দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন গাড়ি চালক। অন্যদিকে দুর্ঘটনা জেরে গোটা এলাকা বিকট আওয়াজে কেঁপে ওঠে। আওয়াজ পেয়ে ছুটে আসেন পাড়া-প্রতিবেশীরা।
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। পিংলা থানার পুলিশ এসে গাড়িটিকে উদ্ধার করে পিংলা থানায় নিয়ে যায়। তবে সৌভাগ্যক্রমে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। কিন্তু দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আর এসবের মধ্যে গাড়ি চালক যেভাবে প্রাণে রক্ষা পেয়েছেন, তা দেখে স্থানীয়রা বলছেন, ‘রাখে হরি, মারে কে!’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Jan 06, 2026 9:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: ‘রাখে হরি মারে কে!’ নিয়ন্ত্রণ হারিয়ে সোজা মন্দিরের মাথায় উঠল গাড়ি, যমের মুখ থেকে ফিরলেন চালক










