TRENDING:

MB vs Churchill: মাঠে নামছে মোহনবাগান-চার্চিল! বর্ধমানে শুরু ফুটবল যুদ্ধের মহোৎসব

Last Updated:
MB vs Churchill: ক্রীড়াপ্রেমীদের জন্য সুখবর,বর্ধমানে শুরু হল ভদ্রেশ্বর গোল্ড কাপ। প্রতিদিন দুপুর ২ টো থেকে শুরু হবে খেলা।
advertisement
1/5
MB vs Churchill: মাঠে নামছে মোহনবাগান-চার্চিল! বর্ধমানে শুরু ফুটবল যুদ্ধের মহোৎসব
ক্রীড়া প্রেমীদের জন্য সুখবর,বর্ধমানে শুরু হল ভদ্রেশ্বর গোল্ড কাপ। রিয়েল বুল কোচিং সেন্টার আয়োজিত দ্বিতীয় বর্ষের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট, গোয়ার চার্চিল ব্রাদার্স এফসি, ফুটবল অ্যাসোসিয়েশন অব ওড়িশা, ক্যাগ, রেলওয়ে এফসি, কালীঘাট মিলন সঙ্ঘ এফসি, মোহমেডান স্পোর্টি ক্লাব ও রাজনন্দিনী স্পোর্টি ক্লাব।(ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/5
১২ই জানুয়ারি পর্যন্ত চলবে এই খেলা।প্রথম দিন মোহমেডান স্পোর্টি মুখোমুখি হয় রাজনন্দিনী স্পোর্টি ক্লাবের। জানুয়ারি দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় রেলওয়ে এফসি ও কালীঘাট মিলন সঙ্ঘ।৭ তারিখ ক্যাগ (কম্প্রোটার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া) খেলবে ফুটবল অ্যাসোসিয়েশন অব ওড়িশার বিরুদ্ধে।
advertisement
3/5
৮ জানুয়ারি চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান ও চার্চিল ব্রাদার্স। ৯ জানুয়ারি প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে মোহমেডান ও রাজনন্দিনী ম্যাচের বিজয়ী দল ও ক্যাগ এবং ফুটবল অ্যাসোসিয়েশন অব ওড়িশার বিজয়ী দল। পরের দিন ১০ জানুয়ারি দ্বিতীয় সেমিফাইনালে খেলবে রেলওয়ে এফসি ও কালীঘাট মিলন সঙ্ঘ ম্যাচের বিজয়ী ও মোহনবাগান ও চার্চিল ব্রাদাের্সর ম্যাচের বিজয়ী দল।
advertisement
4/5
একদিনের বিরতির পর ১২ জানুয়ারি ফাইনাল খেলা হবে।বর্ধমান শহরের স্পন্দন স্টেডিয়ামে প্রতিদিন দুপুর ২টো থেকে হবে খেলা। উদ্বোধনের দিন মাঠে খেলা দেখতে হাজির ছিলেন জাতীয় দলের প্রাক্তন দুই ফুটবলার রহিম নবি ও অ্যালভিটো ডি-কুনহা।
advertisement
5/5
ম্যাচের নায়ক মহমেডান স্পোর্টিং ক্লাবের বদলি গোলরক্ষক অঙ্কিত ভদ্র। কঠিন পরিস্থিতিতে পিছিয়ে থাকা অবস্থায় মাঠে নেমে পেনাল্টি, শ্যুটআউট ও সাডেন ডেথে দু’টি গোল বাঁচানোর পর ঠাণ্ডা মাথায় স্পট কিক থেকে গোল করে দলকে জয় এনে দেন তিনি। তিনিই ম্যাচের নায়ক। স্বাভাবিকভাবেই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন তিনি। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
MB vs Churchill: মাঠে নামছে মোহনবাগান-চার্চিল! বর্ধমানে শুরু ফুটবল যুদ্ধের মহোৎসব
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল