Birbhum News: তারাপীঠ মন্দিরে পুজো দিলেন অভিষেক, কী কী হল? দেখুন সেই মুহূর্তের ছবি!
- Reported by:Souvik Roy
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
Abhishek Banerjee in Tarapith| মা তারার মন্দিরে পুজো দিলেন অভিষেক, হাত মেলালেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে! কী কী হল সেখানে?
advertisement
advertisement
তৃণমূলের একটি সূত্র জানায়, হেলিকপ্টার ওড়ার জন্য প্রয়োজনীয় অনুমতি পাননি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক। যার ফলে দুপুর পর্যন্ত বেহালা ফ্লাইং ক্লাবে কপ্টারের অপেক্ষায় বসে ছিলেন তিনি। পরে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সহায়তায় তাঁদের একটি কপ্টার ভাড়া নেওয়া হয়। সেই কপ্টার করে নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা দেরিতে অবশেষে বীরভূমের তারাপীঠ এর চিলের মাঠে অস্থায়ী হেলিপ্যাডে নামেন তিনি। ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
সেখান থেকে সোজা পৌঁছে যান বীরভূমের রামপুরহাট বিনোদপুর সভার মাঠে সেখানে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট তিনি কর্মী সমর্থকদের জন্য বার্তা দেন। প্রায় কয়েক লক্ষ তৃণমূল এর কর্মী সমর্থক জনসভায় যোগদান করেন। সভা শেষে তিনি সোজা পৌঁছে যান সোনালী খাতুন এর সঙ্গে দেখা করার জন্য। সেখানে তিনি সোনালি খাতুনের সদ্যোজাত বাচ্চার নাম রাখেন। সেখান থেকে তিনি ৫টা নাগাদ পৌঁছে যান বীরভূমের তারাপীঠ মা তারার মন্দিরে পুজো দেওয়ার জন্য। ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান "এই দিন তিনি আলতা, সিঁদুর, পাঁচ রকম মিষ্টি, পাঁচ রকম ফল, জবা ফুলের মালা দিয়ে মা তারাকে পুজো অর্পণ করেন।" প্রায় ৩০ মিনিট তিনি মন্দিরের মধ্যে ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য রাস্তার দুই ধারে হাজার হাজার কর্মী সমর্থকরা ভিড় করে দাঁড়িয়েছিলেন। ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
মা তারার একটি সুন্দর বাঁধানো ছবি মন্দির কমিটির তরফ থেকে তুলে দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। মন্দিরে প্রবেশ করার সময় তিনি এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে হাত মেলান। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভার স্থল থেকে জানান আগামী দুই অথবা এক মাসের মধ্যে আবার ফের বীরভূমে জনসভা করতে আসবেন তিনি।ছবি ও তথ্য: সৌভিক রায়









